Earthquake in Ecuador Photo Credit: Twitter@Reuters

শনিবার শক্তিশালী ৬.৮ মাত্রার ভূমিকম্পে (Earthquake ) কেঁপে উঠল ইকুয়েডরের উপকূলবর্তী এলাকা। প্রবল ভূমিকম্প অনুভূত হয় উত্তর পেরুতেও (Northern Peru)। ভূমিকম্পের জেরে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত আরও অনেকে।

মার্কিন জিওলজিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, শনিবার দুপুরে ইকুয়েডরের উপকূলবর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গুয়ায়াস প্রদেশের বালাও শহর থেকে ১০ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৬৬.৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

 

প্রশাসনের তরফে এখনও অবধি ক্ষয়ক্ষতির হিসাব না দেওয়া হলেও, স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক প্রদেশে বাড়িঘর ভেঙে পড়েছে। স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।অন্যদিকে, ইকুয়েডরের পাশাপাশি পেরুর উত্তর অংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো ল্যাসো টুইট করে বলেন, “ভূমিকম্পে আহতদের উদ্ধারকাজের জন্য় ইমার্জেন্সি দল পাঠানো হয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

ভূমিকম্প অনুভুত হওয়ার সময় একটি টিভি চ্যানেলে টক শো চলছিল। ভূমিকম্পের তীব্রতায় শো এর অতিথিরা আতঙ্কিত হয়ে পড়েন। দেখুন সেই ভিডিও-