Pollution (Photo Credits: X)

প্রতিবছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় ধরিত্রী দিবস (Earth Day 2025)। ২০২৫ সালে দাঁড়িয়ে এই দিনটির তাৎপর্য আরও গভীর। জলবায়ু পরিবর্তনে বিরূপ অগ্রগতি গোটা বিশ্বের অস্তিত্বকে সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে। বিশ্ব উষ্ণায়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম মাত্রার বন্যা-ঘূর্ণিঝড় জলবায়ু পরিবর্তনকে আরও ত্বরান্বিত করছে। এত কিছুর মাঝে বর্তমানে বিশ্বজুড়ে বায়ুদূষণ একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডব্লিউএইচও’র তথ্য বলছে, বায়ুদূষণে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লক্ষ মানুষ প্রাণ হারান।

তবে জানেন কি, ২০২৫ সালের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত ১০টি রাজধানী শহরের তালিকায় শীর্ষে কার স্থান রয়েছে। উত্তরটা কিন্তু দিল্লি (Delhi) নয়। এই তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা (Dhaka)। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। এত দিন ওই তালিকায় ভারতের রাজধানী শহরটি প্রথম স্থান দখল করে ছিল ঠিকই কিন্তু এইবার প্রতিবেশী দেশের রাজধানী ঢাকা দিল্লিকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থান নিয়েছে।

ওয়ার্ল্ড ক্লাইমেট রিস্ক ইনডেক্সের একটি সমীক্ষা বলছে, কেবল রাজধানী শহর ঢাকা নয়, গোটা বাংলাদেশের (Bangladesh) জলবায়ু ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে গিয়েছে। ফলস্বরূপ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ২০৫০ সাল নাগাদ ওই দেশের ১৭ শতাংশ ভূমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যা ২ কোটিরও বেশি বাংলাদেশিকে ভিটেহারা করবে।

ঢাকার বায়ুদূষণের মূল উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া, নির্মাণ সাইটের ধুলো, জ্বালানি পোড়ানো এবং খোলা আকাশের নীচে আবর্জনা পোড়ানো। এছাড়া গত কয়েক বছরে বড় বড় উন্নয়ন প্রকল্প ও ছোট-বড় আবাসন প্রকল্পের নির্মাণযজ্ঞ দূষণের মাত্রা আরও বাড়িয়েছে। এছাড়া অনিয়মিত বৃষ্টি, নদীভাঙন, খরা, ঘন ঘন ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ ইতিমধ্যে দেশের কৃষি, অর্থনীতি ও জনস্বাস্থ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সামগ্রকভাবে গোটা দেশের জলবায়ু পরিবর্তনের এমন বিরূপ অগ্রগতি দেখে দেশবাসীর অদূর ভবিষ্যৎ যে সঙ্কটে তা সহজেই অনুমেয়।