Durga pujo was organized at the centre of Times Square, New York City.(Photo Credits: X@Sourav_3294)

Durga Puja 2024: দুনিয়ার অন্যতম সেরা উৎসব হিসেবে দুর্গাপুজোকে রাখা হচ্ছে কয়েক বছর ধরে। শুধু কলকাতা বা বাংলা নয় বাঙালির ভক্তি ও ভালবাসার দুর্গাপুজো লন্ডন, প্যারিস, ভ্যাঙ্কাভার সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ পৌঁছে গিয়েছে। প্রবাসী বাঙালীদের উদ্যোগে দুর্গাপুজো এখন উৎসবে পরিণত হচ্ছে। এবার দুর্গাপুজোর 'গ্লোবাল ফেস্টিভ্যাল'- হওয়ার পথে বড় মাইলস্টোনে পা দিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দুর্গাপুজোর আয়োজন করলেন সেখানকার প্রবাসী বাঙালীরা। মার্কিন মুলুকের গর্বের রাজপথ টাইমস স্কোয়ারে শাড়ি, পঞ্জাবী পরে পুজো করছে বাঙালীরা।

টাইমস স্কোয়ারের এক কোণে মঞ্চ বেঁধে হচ্ছে এই পুজো। একেবারে সব নিয়ম-আচার মেনে পুরোহিতের সঙ্গে মন্ত্রোচ্চারণ করছে বেশ কয়েকজন বাঙালী।

দেখুন টাইমস স্কোয়ারে চলছে দুর্গাপুজো

টাইমস স্কোয়ারের হাজার হাজার ওয়াটের জমকালো বিজ্ঞাপনী হোর্ডিংয়ের মাঝে দুর্গাপুজোর ভিডিয়ো যে কোনও বাঙালীর মনভরিয়ে দেওয়ার কথা। মার্কিন মুলকের বেশ কিছু জায়গায় প্রবাসী বাঙালীরা দুর্গাপুজোর আয়োজন করেন। কিন্তু ঐতিহ্যের টাইমস স্কোয়ারে এভাবে দুর্গাপুজোর আয়োজন এর আগে হয়নি বলে সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি।