নয়াদিল্লিঃ তিন দেশ সফরে বেরিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। ফিজি (Fiji) সফর শেষে বুধবার পৌঁছেছেন নিউজিল্যান্ডে (New Zealand)। বুধবার, ওয়েলিংটন বিমানন্দরে পা রাখেন। এরপর দ্রৌপদী মুর্মুকে ওয়েলিংটনের গভর্নমেন্ট হাউসে স্বাগত জানান নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল ডেম সিন্ডি কিরো । রাষ্ট্রপতিকে ঐতিহ্যবাহী মাওরি "পোহিরি" অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়। এরপর ভারতীয় রাষ্ট্রপতিকে 'রয়্যাল গার্ড অফ অনার'দেওয়া হয়। নিউজিল্যান্ড সফরে একাধিক কর্মসূচী রয়েছে তাঁর। সে দেশের গভর্নর জেনারেল সিন্ডি কিরোর সঙ্গে বৈঠক এবং প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ওয়েলিংটনে একটি আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। এ ছাড়া অকল্যান্ডে ভারতীয় জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচীও রয়েছে বলে জানা গিয়েছে।প্রসঙ্গত, তিন দেশ সফরে বেরিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমে পৌঁছন ফিজি। ভারতের রাষ্ট্রপতি হিসেবে এটাই তাঁর প্রথম ফিজি সফর। মঙ্গলবার সকালে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান ফিজির প্রধানমন্ত্রী সিতিভনি রাবুকা। প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ সেরে নিউজিল্যান্ডে উড়ে গিয়েছেন তিনি। পরবর্তী গন্তব্য দিলি।
দেখুন ভিডিয়ো
#WATCH | President Droupadi Murmu received a traditional Maori "Pōwhiri" ceremony at the Government House in Wellington.
She was also accorded Royal Guard of Honour. pic.twitter.com/JcH1MAMfL8
— ANI (@ANI) August 8, 2024
দেখুন ছবি
MEA Spokesperson Randhir Jaiswal tweets, "President Droupadi Murmu warmly received by Governor General Dame Cindy Kiro of New Zealand at the Government House in Wellington. President was welcomed with a traditional Maori "Pōwhiri" ceremony. She was also accorded Royal Guard of… pic.twitter.com/I4ptdskjMc
— ANI (@ANI) August 8, 2024
ওয়েলিংটন বিমানবন্দরের ঝলক
MEA Spokesperson Randhir Jaiswal tweets, "President Droupadi Murmu arrived in Wellington on a State Visit to New Zealand. Substantive talks with New Zealand leadership to give a fillip to India-New Zealand partnership lie ahead." pic.twitter.com/qFUODeQANU
— ANI (@ANI) August 8, 2024