দলীয় ভোটে রোখা যাচ্ছে না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-কে। রিপাবলিকান প্রতিপক্ষ নিক হ্যালিকে তার নিজের গড়ে হারিয়ে ট্রাম্প বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার তার লড়াই সরাসরি ডেমোক্রাট প্রার্থীর সঙ্গেই হতে চলেছে। রবিবার ভোরে (ভারতীয় সময়) সাউথ ক্যারোলিনায় রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের ৬০ শতাংশের বেশী ভোট পাওয়া সহজ জয়ের পর নিক হ্যালি নিজেকে লড়াই থেকে সরিয়ে নিলেন না ঠিকই, কিন্তু নিজে যেখানে জন্মেছেন সেখান এভাবে হেরে তার আর লড়ার মত তেমন কোনও কারণ থাকল না।
মঙ্গলবার থকে শুরু হওয়া মিচিগান, তারপর ওয়াশিংটন ডিসি-তে জিতে গেলেই ট্রাম্প দলীয় নির্বাচনে জয় নিশ্চিত করতে চলেছেন।
জয়ের পর কী বললেন ট্রাম্প
BREAKING: Donald Trump delivers victory speech after obliterating Nikki Haley in her home state of South Carolina, says time has come to fire Joe Biden in November. WATCH pic.twitter.com/7Yr9a3FnFB
— Simon Ateba (@simonateba) February 25, 2024
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রীতি হল আগে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে বিভিন্ন রাজ্যের প্রাইমারিতে জিতে আসতে হত, তারপর প্রতিপক্ষ দলের প্রার্থীর বিরুদ্ধে জিতে প্রেসিডেন্ট পদে বসতে হয়। ট্রাম্প যেমন রিপাবলিকান প্রাইমারিতে জিতে চলেছেন, তেমনই ডেমোক্রাট প্রাইমারিতে সহজ জয় পাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বয়সজনিত কারণে সরে না দাঁড়ালে ২০২০ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মত এবারও বাইডেন বনাম ট্রাম্প হতে পারে। সেবার হারলেও এবার কিন্তু ট্রাম্পের দিকেই পাল্লা ভারী।