Donald Trump Warns Narendra Modi: করোনা রুখতে হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি না করলে বদলা নেওয়া হবে, মোদিকে হুঁশিয়ারি ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: Getty Images/File)

ওয়াশিংটন, ৭ এপ্রিল: ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন দেশের বাইরে যাতে না যেতে পারে গতমাসেই তার ব্যবস্থা করেছে মোদি সরকার। বিদেশে হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিকে রবিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নরেন্দ্র মোদির সঙ্গে এই হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে একপ্রস্থ বার্তালাপ করেছেন। মার্কিন যুক্তরাষট্রকে হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি করুক ভারত, এমনটাই চান তিনি। ইচ্ছে মতো কাজ না হলে বদলা নেওয়ার হুঁশিয়ারিও দিলেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা এএনআই-এর এক টুইটে এই খবর প্রকাশ্যে আসতেই গুঞ্জন শুরু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। তিনি যদে হাইড্রক্সিক্লোরোকুইন মার্কিন মুলুকে সরবরাহ করেন তাহলে আমরা খুশি হব। যদি তিনি এই ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা না তোলেন তাহলে ঠিক আছে। তবে এর বদলা নেওয়ার সুযোগ আমাদেরও আসবে।” আরও পড়ুন-Boris Johnson Shifted To ICU: সংকটে করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, আইসিউতে স্থানান্তর করা হল

ট্রাম্পের তথ্যানুসারে এই হাইড্রক্সিক্লোরোকুইন করোনাকে ঘায়েল করতে মহৌষধের মতো কাজ দিচ্ছে। যদি এই ওষুধ করোনা সারাতে পারে তাহে তা ঈশ্বরের উপহার বলেই ধরে নিতে হবে। আগামী কয়েকটা সপ্তাহে মার্কিন মুলুকে করোনা আক্রান্ত হয়ে এক থেকে দুলক্ষ লোকের মৃত্যু হবে। এখনও পর্যন্ত মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ লক্ষ ৭ হাজার চার জন। যার মধ্যে আবার ১০ হাজার ৮৭১ জনের মৃত্যু ঘটে গেছে। ওয়ার্ল্ডো মিটারের তালিকানুসারে মারণ রোগে ক্ষয়ক্ষতির শীর্ষে রয়েছে মার্কিন মুলুক। এরপর একে একে আসছে, স্পেন, ইতালি, জার্মানি ও চিন।