ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প (ছবিঃ Wikimedia Commons FB)

Trump vs Musk: ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা বিস্ফোরক এপস্টিন ফাইল টুইট ডিলিট করে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক (Elon Musk)। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট মাস্কের সঙ্গে আর কোনও সমঝোতায় যেতে চাইছেন না। মাস্ককে এবার ট্রাম্প-সুলভ ভঙ্গিতেই জবাব দিচ্ছেন মিস্টার প্রেসিডেন্ট। যে মাস্কের রেকর্ড আর্থিক অনুদানে ভর করে প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন, এবার তাঁকেই সরাসরি হুমকি দিলেন ট্রাম্প। এবার দেখার তার নিজের অর্থ সাহায্য নির্বাচিত হওয়া প্রেসিডেন্টের হুমকির ভয়ে মাস্ক পিছিয়ে আসেন কি না। জোর জল্পনা, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের পর মাস্ক এবার ডেমোক্রাটদের সঙ্গে চাইছেন। যে ডেমোক্র্যাটদের গত বছরখানেক ধরে তুলোধনা করেছেন দুনিয়ার ধনীতম ব্যক্তি।

মাস্ককে হুমকি ট্রাম্পের

NBC নিউজকে দেওয়া ফোনে সাক্ষাতকারে ট্রাম্প সাফ জানিয়েছেন, মাস্কের সঙ্গে আর কোনওরকম আলোচনা চান না তিনি। এবার মাস্ককে সরাসরি হুমকিও দিলেন ট্রাম্প। তাঁর কর ছাড় ও সরকারী খরচ নীতির বিরোধিতা করে মাস্ক যদি ডেমোক্র্যাট প্রার্থীদের আর্থিক অনুদান দেন, তাহলে টেসলার সিইও-কে গুরুতর মূল্য চোকাতে হবে বলে সরাসরি আক্রমণ করেন ট্রাম্প।

মাস্ককে এবার সরাসরি হুমকি ট্রাম্পের

মাস্ককে খোঁচা ট্রাম্পের

মাস্ককে ড্রাগ-অ্যাডিক্ট বলে কটাক্ষ ট্রাম্পের

এদিকে, মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশ, মাস্ককে সরাসরি মুখের ওপর ড্রাগ-অ্যাডিক্ট বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। হোয়াইটহাউসে ট্রাম্প প্রশাসনের কোষাধ্যক্ষ স্কট বেসেন্টের সঙ্গে মাস্কের হাতাহাতিও হয়েছিল বলে খবর।