Sunita Williams, Donald Trump (Photo Credit: Instagram)

দিল্লি, ৭ মার্চ: টানা ৯ মাস মহাকাশে থাকার পর এবার পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং ব্লাচ মোর। সুনীতা  এবং ব্লাচের ফেরার সময় যখন এগোচ্ছে, সেই সময় দুই মহাকাশচারীকে বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভুদ সুনীতা উইলিয়ামস এবং ব্লাচ মোরের উদ্দেশে ট্রাম্প (Donald Trump) বলেন, 'আমরা তোমাদের ভালবাসি এবং তোমাদের নিতে আসছি।'

এরই পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইজেনের বিরুদ্ধে একহাত নেন ট্রাম্প। তিনি বলেন, 'আমেরিকার ইতিহাসে সবচেয়ে অনপযুক্ত প্রেসিডেন্ট তোমাদের এতদিন পর্যন্ত মহাকাশে বসিয়ে রেখেছিল। তোমাদের ফেরাতে পারেনি। তবে এই প্রেসিডেন্ট তোমাদের আর অপেক্ষা করাবে না।' সেই সঙ্গে এই ধরনের ঘটনা যাতে আর কখনও না ঘটে, সেদিকেও এই প্রেসিডেন্ট খেয়ার রাখবে বলেও জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট জানান, সুনীতা এবং ব্লাচ মোরকে পৃথিবীতে ফেরানোর জন্য তিনি এলন মাস্কের সঙ্গে কথা বলেন। দুই মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস সেন্টারে বসিয়ে রেখেছিলেন জো বাইডেন এবং কমলা হ্যারিস। মাস্কের সঙ্গে কথা বলে যাতে শিগগিরই ওই দুই মহাকাশচারীকে ফেরানো যায়, সে বিষয়ে তাঁরা নিশ্চিত হন বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।