Donald Trump, Narendra Modi (Photo Credit: ANI/X)

দিল্লি, ১৮ জুন: 'ভারত (India) এবং পাকিস্তানের (Pakistan) যুদ্ধ থামিয়েছি আমি।' এমন দাবি আবার করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমি পাকিস্তানকে ভালবাসি। শুধু তাই নয়, মোদী একজন দারুণ মানুষ। দুজনের সম্মতিতেই এই যুদ্ধ থামিয়েছি' বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। এসেবর পাশাপাশি পাক সেনা প্রধান অসীম মুনিরকে নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, 'অসীম মুনির অত্যন্ত ক্ষমতাবান একজন ব্যক্তি পাকিস্তানের মাটিতে।' অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীও (PM Narendra Modi) ভারতের একজন ক্ষমতাসম্পন্ন মানুষ। দুজনের চেষ্টাতেই ভারত এবং পাকিস্তানের যুদ্ধ  তিনি থামিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প।

সেই সঙ্গে ভারত এবং পাকিস্তানে, দুটিই পরমাণু শক্তিধর দেশ। তাই দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা করেই যুদ্ধ থামিয়েছে। এমন মন্তব্যও শোনা যায় ট্রাম্পের গলায়। পাশাপাশি গতরাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনাও তিনি করেছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট (US President)।

আরও পড়ুন: Israel-Iran Conflict: ইরান থেকে ভারতীয় পড়ুয়াদের বের করল বিদেশ মন্ত্রক, ১১০ জনকে বসাল দিল্লিগামী বিমানে, দেখুন ভিডিয়ো

শুনুন কী বললেন ডোনাল্ড ট্রাম্প...

 

প্রসঙ্গত অপারেশন সিঁদূর যখন চলছে, সেই সময় হঠাৎ করেই ট্রাম্প দাবি করেন, তিনি ভারত, পাকিস্তানের সঙ্গে কথা বলে যুদ্ধ থামিয়েছেন। যা নিয়ে জোরদার আলোচনা শুরু হয় আন্তর্জাতিক মহলে। অপারেশন সিঁদূরের সময় থেকে যে দাবি ট্রাম্পের গলায় শোনা যায়, এবার জি৭ সম্মেলনের পরও সেই একই সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্টের গলায়।