Donald Trump (Photo Credit: Instagram)

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বাইবেল বিক্রি করে ৩০০,০০০ ডলার আয় করেছেন, যা ভারতীয় মুদ্রায় ২,৫১,৯০৫৫০ টাকা। এছাড়া ক্রিপ্টোকারেন্সি থেকে ১ মিলিয়ন ডলার উপার্জন করেছেন, যা ভারতীয় মুদ্রায় ৮,৩৯,৬৮৫০০ কোটি টাকা। সামনেই মার্কিন মুলুকে নির্বাচন। নির্বাচনের আগে সমস্ত প্রার্থীকেই আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে আনা বাধ্যতামূলক। আর সেই তথ্য সামনে আসতেই দেখা গেল গড বেলসড দ্য ইউএসএ বাইবেল নামে একটি বই বিক্রি করে ২ কোটিরও বেশি টাকা আয় করেছেন ট্রাাম্প। এই বইয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বইটি ৫৯.৯৯ ডলারে বিক্রি করা হচ্ছে। কিন্তু ১০০০টি লিমিটেড স্টকের বই যেগুলিতে প্রাক্তন প্রেসিডেন্টের সাক্ষর রয়েছে সেগুলি বিক্রি হচ্ছে এক হাজার ডলার।

ট্রাম্পের প্রকাশিত আর্থিক নথি সবমিলিয়ে আড়াইশো পৃষ্ঠার ছিল। এই নথিতে তাঁর রিয়েল এস্টেটের ব্যবসা থেকে শুরু করে বিনিয়োগ, আয়, ব্যয় সহ সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। তবে সবকিছু মাছে একটি বই থেকে এতটা আয় কীভাবে হয় এই প্রশ্ন তুলছে ডেমোক্রেটিক পার্টির সদস্যরা। তাঁদের দাবি বইয়ের বিক্রির হিসেব সামনে রেখে কালো টাকার লেনদেন করছেন প্রেসিডেন্টন নির্বাচনের অন্যতম পদপ্রার্থী। সম্প্রতি ইলন মাস্ককে দেওয়া ট্রাম্পের ২ ঘন্টার আনস্ক্রিপ্টেড সাক্ষাৎকার যথেষ্ট ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ওই ভিডিও এক্স-এ ১.৩ মিলিয়ন লাইভ ভিউ অর্জন করেছে।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েছেন কমলা হ্যারিস। প্রথমদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের দাঁড়ানোর কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। তারপরেই উঠে আসে কমলার নাম। এমনকী তাঁকে সমর্থন করবেন বলে জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।