Donald Trump National Guard: পুলিশের ক্ষমতা কেড়ে ডেমোক্রাটদের দখলে থাকা রাজধানী ওয়াশিংটন ডিসি (Washington DC)-তে জাতীয় সুরক্ষা সেনাবাহিনী (National Gurad) নামালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আইনের ৭৪০ ধারা জারি করে 'ডিসি হোম রুল' কার্যকর করলেন ট্রাম্প। এর ফলে ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশকে ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে নিয়ে গেলেন। তার মানে, আমাদের দেশের হিসাবে ব্য়াপারটা অনেকটা- রাজ্য নয়, এবার সেখানের আইনব্যবস্থা সামলাবে কেন্দ্রীয় সরকারের পুলিশ। যা আমেরিকায় বিরল বলা চলে। ট্রাম্পের দাবি, ডেমোক্রাটদের অধীনে থাকা ডিসি-র স্থানীয় প্রশাসন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে। তাঁর অই সিদ্ধান্তকে ওয়াশিংটন ডিসি-তে স্বাধীনতা দিবস এনে দিয়েছে বলে ট্রাম্প দাবি করেন।
ডিসির রাস্তার ঘুরছে হাজার সুরক্ষা সেনা, পুলিশ ক্ষমতাহীন
ওয়াশিংটন ডিসি-র ক্ষমতা পুলিশের থেকে কেড়ে সেনাবিহানী রাস্তায় এখন ঘুরছে ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকা জাতীয় সুরক্ষা বাহিনী। প্রেসিডেন্ট ঘোষণা করলেন, ৮০০ থেকে ১,০০০ জন সেনা মোতায়েন করে রাজধানী শহরের "আইন, শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা পুন প্রতিষ্ঠা করা হবে"। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানালেন, এই বাহিনী ইতিমধ্যেই কাজ শুরু করেছে। চুরি, ছিনতাই সহ সেখানকার ছোটখাট আইনশৃঙ্খলা পরিস্থিতিও এবার দেখবে জাতীয় সুরক্ষা বাহিনী। যা এর আগে কখনও আমেরিকায় হয়নি।
দেখুন কী ঘোষণা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
🚨 NEW: President Trump just announced he’s sending the National Guard into DC invoking Section 740 of the DC Home Rule Act.
Our capital is finally being taken back from the criminals who’ve been running it into the ground. pic.twitter.com/kPD9NZmxIm
— Desiree (@DesireeAmerica4) August 11, 2025
ট্রাম্পের দাবি ওয়াশিংটন ডিসি এখন নরকের শহর
বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন ডিসি ডেমোক্রাটদের অধীনে থাকায় সেখানে ট্রাম্প বিরোধী আন্দোলন রোখা কঠিন হচ্ছিল ট্রাম্পের, তাই জাতীয় সুরক্ষা বাহিনী নামিয়ে দেশের রাজধানী শহরের নিয়ন্ত্রণ নিজের হাতে নিলেন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, ডেমোক্রাটদের দখলে থাকা ওয়াশিংটনে পুলিশ আইনশৃঙ্খলা ফেরাতে পারছে না। সেখানকার অপরাধ-খুনের হার "পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গাগুলোর চেয়েও বেশি।" খোদ প্রেসিডেন্ট তাঁর দেশের রাজধানী শহরে 'অপরাধে ভরা নরক'বলে ব্যাখা করেছেন। রাস্তায় চুরি, ছিনতাই বাড়ছে, অবৈধ অভিবাসীরা শহর নোংরা করছে। আর তাই দেশের রাজধানী শহরকে অপরাধমুক্ত, স্বচ্ছ-পরিষ্কার করতে ন্যাশানল গার্ড না নামানো ছাড়া উপায় ছিল না। এমন কথা দাবি করেছেন ট্রাম্প। তবে এখানেই শেষ নয়, ডেমোক্রাটদের দখলে থাকা ক্যালিফোর্নিয়ার মত ওয়াশিংটন ডিসি-তে জাতীয় সুরক্ষা সেনাবাহিনী নামিয়ে প্রেসিডেন্ট সাফ জানালেন আগামী দিনে নিউ ইয়র্কেও এমনটা হতে চলেছে। যে নিউ ইয়র্কও পুরোপুরি ট্রাম্প বিরোধী শহর।