Donald Trump Mug Shot: মাগ শটের পর ট্রাম্পের প্রচারে বড় গতি, উঠল ৭০ লক্ষ মার্কিন ডলার
Mugshot of Donald Trump Photo Credit: Twitter@BNONews

নির্বাচন জালিয়াতের অভিযোগে ক'দিন আগে গ্রেফতার করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-কে। জর্জিয়ার জেলে আত্মসমপর্ণের আধ ঘণ্টা পরই অবশ্য জামিন পেয়ে যান ট্রাম্প। গ্রেফতারির পর ট্রাম্প মাইক্রো ব্লগিং সাইট 'এক্স'-এ তার ছবি সহ একটি পোস্ট করেন। ট্রাম্পের সেই ছবিকে 'মাগ শট'বলে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। যার আক্ষরিক বাংলা কভার ফোটো। সেই মাগ শট-এর ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পালে হাওয়া এসেছে।

নির্বাচনে লড়তে গেলে যে ফান্ডের প্রয়োজন হয়, সেটা তুলতে এবার বড় সুবিধা হচ্ছে তাঁর। দেখা যাচ্ছ মাগ শটের পর ট্রাম্পের নির্বাচনী তহবিলে ৭০ লক্ষ মার্কিন ডলারের বেশী অর্থ উঠে গিয়েছে।

দেখুন টুইট

ক্রমশ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ফেভারিট হয়ে উঠছেন ট্রাম্প। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে একের পর এক ইস্যুতে কোণঠাসা।