Trump UN Speech 2025. (Photo Credits:X)

Trump UN Speech 2025: আর হোয়াইটহাউসে বসে নয়, এবার গোটা বিশ্বের মঞ্চে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করলেন, ভারত-পাকিস্তান যুদ্ধ (India vs Pakistan War) তিনিই থামিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প (President Trmup) সাফ জানালেন, ভারত-পাকিস্তান, ইজরায়েল-ইরান সহ বিশ্বের মোট ৭টি যুদ্ধ তিনি রুখে দিয়েছেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations) বক্তব্য রাখতে উঠে এই বিষয়ে ট্রাম্প দাবি করেন,"ভারত ও পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর দেশ। যুদ্ধের শক্তিতে দুটি দেশই প্রায় সমান সমান। আমি এই যুদ্ধ থামিয়েছি বাণিজ্য চুক্তির মাধ্যমে। ওরা লড়াই নয়, ব্যবসা করতে চায়। হঠাৎ ওরা বলল, 'আমরা যুদ্ধ থামব। এটাই এক যুদ্ধ, এবং বড় যুদ্ধ।” ট্রাম্প এটিকে তার "আমেরিকা ফার্স্ট” নীতি হিসেবে উপস্থাপন করেন। তিনি জানান, অর্থনৈতিক চাপের মাধ্যমে আমেরিকা বিশ্বে একের পর এক যুদ্ধ, অশান্তিতে মধ্যস্থতা করছে। ট্রাম্প যখন এই দাবিগুলি করছেন, তখন রাষ্ট্রসংঘের এই সাধারণ সভায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর হাজির ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যাননি। তাঁর বদলে ভারতের বক্তব্য পেশ করবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।

এদিন জাতিসংঘের ভাষণে ট্রাম্প দাবি করেন, ভারত-পাকিস্তান ছাড়াও ইজরায়েল-ইরান, ইজিপ্টি-ইথিওপিয়া, তাইল্য়ান্ড-কাম্বোডিয়া, সার্বিয়া-কোসোভো, আর্মেনিয়া-আজারবাইজান, কঙ্গো-রওয়ান্ডা যুদ্ধ থামিয়েছেন। এই যুদ্ধগুলি থামানোর পিছনে তাঁর নোবেল শান্তি পুরস্কার জয়ের লক্ষ্য রয়েছে। এই বিষয়ে গোটা বিশ্বের মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, "আমি সাতটি কঠিন যুদ্ধ থামিয়ে দিয়েছি। আমি মনে করি, এদের প্রত্যেকটির জন্য আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। সাতটি নোবেল হলে ভালো হতো, কিন্তু আসল কথা হল জীবন বাঁচানোর জন্য আমি সন্তুষ্ট।" ট্রাম্প নোবেল কমিটিকে ইঙ্গিত করে বলেন, “তারা এমন মানুষকে পুরস্কার দেয় যারা কিছুই করে না, কিন্তু আমার ক্ষেত্রে? কিছুই নয়। ভুয়ো খবর বা ফেক নিউজ বলবে আমি করিনি, কিন্তু মানুষ জানে।”

রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতকে আক্রমণ প্রেসিডেন্ট ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতি ইস্য়ুতে ট্রাম্প এদিন জাতিসংঘের ভাষণে বলেন,"আমাদের সবাইকে এক জায়গায় এসে গাজায় এখনি যুদ্ধ বন্ধ করতে হবে। আমাদের সব পণবন্দিকে ফেরত দিতে হবে। আমরা আমাদের ২০ জন পণবন্দিদের ফেরত চাই। এখনই ওদের ফেরত দিতে হবে।" হামাসের হেফাজতে থাকা ইজরায়েলের পণবন্দিদের ট্রাম্প আমাদের লোক বলে অভিহিত করেন। যে রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন তাদেরই তোপ দাগেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট UN-কে তোপ দেগে বলেন, “পশ্চিমের দেশ ও তাদের সীমান্তে আক্রমণকারীদের অর্থ সাহায্য করছে এই সংস্থা। রাষ্ট্রসংঘের কাজ হল আমাদের ওপর হওয়া আক্রমণ প্রতিরোধ করা, তৈরি করা নয়। কিন্তু উল্টে UN-ওদের অর্থ সাহায্য করছে।" রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের বিরুদ্ধে তোপ জারি রেখে রাষ্ট্রসংঘের ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত ও চিন হল রাশিয়ার ইউক্রেন যুদ্ধে অর্থের প্রধান উৎস। কারণ ওরা রাশিয়ার তেল কিনে ওদের অর্থ জুগিয়ে চলেছে।"