নয়াদিল্লিঃ গুলি ছুঁয়ে গেল কান। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড (Assassination Attempt)। অল্পের জন্য রক্ষা পেলেন বর্ষীয়ান নেতা। শনিবার, পেনসিলভানিয়ার (Pennsylvania) বাটলার শহরে নির্বাচনী জনসভা চলাকালীন ট্রাম্পের উপর হামলা চলে। এ বার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজের মুখে জানালেন রিপাবলিকান নেতা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তিনি লেখেন, "আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা ঘটছে। গুলির শব্দ শুনতে পাই। আমার ডান কান ছুঁয়ে বুলেট বেরিয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে অনুভব করি যে বুলেটটা আমার ত্বক চিরে বেরিয়ে গেল।" যদিও এখন সুস্থ রয়েছেন ট্রাম্প। তবে দেশের মাটিতে এই ধরনের ঘটনায় স্তম্ভিত তিনি। আতঙ্কিত হয়ে বলেন, "আমাদের দেশে এমন ঘটনা ঘটতে পারে ভেবেই অবাক হচ্ছি।" সবশেষে তিনি লেখেন, “আমি আমেরিকা সিক্রেট সার্ভিস, আইন প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই তাদের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য। আমি নিহতের পরিবার এবং আহতের তার প্রতি সমবেদনা জানাই।" প্রসঙ্গত, এই ঘটনার পর সিক্রেট সার্ভিস জানিয়েছে,সভাস্থলের কাছের একটি উঁচু স্থান থেকে গুলি চালিয়েছিল বন্দুকধারী। সিক্রেট সার্ভিস এজেন্টদের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে তার।
"Bullet pierced upper part of my ear": Donald Trump after attack on him at Pennsylvania rally
Read @ANI story| https://t.co/CshyekGaLi#DonaldTrump #US #Pennsylvania #shooting pic.twitter.com/tUVN9QmJSB
— ANI Digital (@ani_digital) July 14, 2024