ইউক্রেনে যাওয়ার আগে নাকি নিরাপত্তার গ্যারেন্টি চেয়েছিলেন বাইডেন। এমনই চাঞ্চল্যকর দাবি করে বসলেন রাশিয়ার নিরাপত্তার ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব। সোমবার তিনি টেলিগ্রামে জানান, বাইডেন নিরাপত্তার গ্যারেন্টি পাওয়ার পরেই কিন্তু ইউক্রেনে গিয়েছিলেন। যদিও তিনি এটা বলেলনি যে কে তাঁকে এই নিরাপত্তার গ্যারেন্টি দিয়েছে। তিনি আরও লেখেন যে, বাইডেন নিও নাজি সেনাকে প্রচুর অস্ত্র দেওয়ার আশ্বাস দিয়েছেন। মেদভেদেবের দাবি পশ্মিমা দেশগুলি অতি সর্ন্তপনে ইুক্রনকে অস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে। এর মাধ্যমে ন্যাটো ভুক্ত দেশগুলি প্রচুর অর্থের বিনিময়ে বিভিন্ন দেশকে অস্ত্র বিক্রি করছে। এবং সন্ত্রাসবাদীদের হাত শক্ত করছে।
তবে শুধু রাশিয়ার পক্ষ থেকেই নয় নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে জানানো হয়েছিল মার্কিনবাসীদের মন পেতে ইউক্রেনে যেতে পারেন প্রেসিডেন্ট। ইউক্রেনে যুদ্ধের বর্যপূর্তির চারদিন আগে বাইডেনের পক্ষ থেকে কিয়েভে যাওয়ার জন্য পরিকল্পনা শুরু করেন।
বাইডেনের পরিদর্শনের মধ্যেই ইউক্রেনের জন্য ৫০০ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য ঘোষণা করা হয়। তিনি জানান প্যাকেজ ঘোষণার পাশাপাশি ইউক্রেনকে প্রচুর পরিমানে অস্ত্র দিয়ে সাহায্য করবে আমেরিকা। যাতে ইউক্রেনের মাটি থেকে রাশিয়াকে উপড়ে ফেলা যায়।
Biden received security guarantees before Ukraine visit: Russian Security Council Deputy Chairman
Read @ANI Story | https://t.co/hzT1Mq2jnp#JoeBiden #Biden #Russia #Ukraine #USPresident #SecurityGuarantees #DmitryMedvedev pic.twitter.com/Ux5umGK3T2
— ANI Digital (@ani_digital) February 21, 2023