দিল্লি, ৯ এপ্রিল: সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। মক্কার আল-সাফা রাজপ্রাসাদে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে শেহবাজ শরিফ সাক্ষাৎ করেন এবং তাঁদের মধ্যে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা হয়। পাকিস্তান এবং সৌদি আরবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কাশ্মীর ইস্যু নিয়েও দুজনের কথা হয় বলে খবর।
যদিও দিল্লির তরফে স্পষ্ট জানানো হয়, কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়। তাই কাশ্মীর ইস্যু নিয়ে তৃতীয় পক্ষের কোনও কথা ভারতের তরফে শোনা হবে না। ভারতের সুরেই এবার সৌদি আরবকেও মুখ খুলতে দেখা যায়।
দেখুন ভিডিয়ো...
मुस्लिम देशों में भी पाकिस्तान की फजीहत! देखिए ये रिपोर्ट #Pakistan #ShehbazSharif #WorldNews | @Nidhijourno @supreetanchor pic.twitter.com/cs128FLnTU
— Zee News (@ZeeNews) April 9, 2024
সৌদি আরবের সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলতে গেলেও, পাকিস্তানকে খালি হাতেই ফিরতে হয়। কাশ্মীর ইস্যু ভারত, পাকিস্তানের একেবারে নিজস্ব বিষয়। দুই দেশকেই এর সমাধান সূত্র কথা খুঁজতে হবে। সৌদি আরব কোনওভাবেই ভারত, পাকিস্তানের মধ্যে প্রবেশ করে কাশ্মীর ইস্যু নিয়ে মাথা ঘামাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।