Photo Credits: ANI

রবিবার বাংলাদেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। বাংলাদেশে ২৯৯ টি আসনে নির্বাচনের ভোটগ্রহন পর্ব শুরু হয়ে গিয়েছে। তবে নির্বাচনের আগে বেশ কিছু জায়গায় হিংসাত্বক ঘটনা ঘটেছে। সকাল সকাল নির্বাচন কেন্দ্রে ভোট দিতে আসেন বাংলাদেশের আওয়ামীলিগের নেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনা। গনতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে সবাইকে ভোট দেওয়ার আহব্বান জানান তিনি।

ভারতের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান ,'আমদের স্বাগত জানাই, আমরা খুব ভাগ্যবান। ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। আমাদের মুক্তি যুদ্ধের সময়ে তারা আমাদের সমর্থমন জানিয়েছিল। ১৯৭৫ সালের পর যখন আমরা আমাদের পুরো পরিবারকে হারালাম , তারা আমাদের আশ্রয় দিয়েছিলেন। তাই ভারতের জনগনের জন্য রইল শুভেচ্ছা।'

নির্বাচনের আগে বিএনপির তরফে ৪৮ ঘন্টা বনধ ডাকা হয়েছে। নির্বাচনকে বয়কট করার কথাও জানানো হয়েছে প্রধান প্রতিপক্ষ দলের তরফে।তার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন।