Photo x//@Denmarkdotdk

নতুন বছরের শুরুতেই পদত্যাগ ডেনমার্কের রাণী মার্গারেট টু (Margrethe Two)। দীর্ঘ ৫০ বছর ক্ষমতায় থাকার পর আচমকাই নতুন বছরের শুরুতেই নিজের পদত্যাগের কথা দেশবাসীকে জানান তিনি।

নতুন বছরের ভাষণ, প্রতিবছর যা ড্যানিশ টিভিতে দেখানো হয়। সেই টেলিভিশনের সামনেই নিজের পদত্যাগের কথা জানান রাণী মার্গারেট। ৮৩ বছর বয়সী মার্গারেট ২ এর জায়গায় রাজা হিসেবে স্থলভাষিক্ত হচ্ছেন তার ছেলে প্রিন্স ফ্রেডেরিক।

২০২৩ সালে বেশ কয়েকটি সার্জারি করা হয়েছে ডেনমার্কের রাণীর। এমনিতেই ৮৩ তে পা দেওয়া রাণীর পক্ষ সার্জারির ধকল নেওয়া অনেকটাই কষ্টকর ছিল তাই এই সময়কেই উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়ে ছেলের হাতে দায়িত্ব তুলে দিতে চান রাণী মার্গারেট টু।

১৪ জানুয়ারী ডেনমার্কের রাণী হিসেবে অবসর নেবেন মার্গারেট টু। ১৪ জানুয়ারী ১৯৭২ সালে রাজা নবম ফ্রেডেরিকের মৃত্যুর পর ক্ষমতায় আসেন রাণী মার্গারেট টু।

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনিই হলেন ইউরোপের সবথেকে বেশি দিন বেঁচে থাকা রাণী।