Deepfake Porn Attack: এবার মিথ্যে ভিডিয়ো, ডিপফেকের (Deepfake Porn Attack) পাল্লায় পড়লেন নেদারল্যান্ডসের ভাবী রানি (Future queen of Netherlands )। ২১ বছর বয়সী রাজকুমারী ক্যাথারিনা-আমালিয়ার () ডিপফেক, পর্ন ভিডিয়ো তৈরি করা হয়। তারপর তা ছড়িয়ে দেওয়া হয় অন্তর্জালে। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে ক্যাথারিনার ডিপফেক ভিডিয়ো (Porn Video) তৈরি করা হয় বলে খবর।
নেদারল্যান্ডসের ভাবী রানির এহেন পর্ন ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। এরপর তদন্তে নামে এফবিআই। ফেডেরাল ব্যুরো ইনভেসটিগেশন এজেন্সির তরফে জোরদার তল্লাশি চালিয়ে, যতগুলি ওয়েবসাইটে ক্যাথারিনের ছবি এবং মিথ্যে অশ্লীল ভিডিয়ো ছিল, তা সরিয়ে দেওয়া হয়।
জানা যায়, মিস্টার ডিপফেক নামে একটি ওয়েবসাইটের তরফে নেদারল্যান্ডসের ভাবী রানির পর্ন ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়। ক্যাথারিনের পাশাপাশি আরও ৭০ জন ডাচ মহিলার ডিপফেক ভিডিয়ো সংশ্লিষ্ট ওয়েবসাইটের তরফে ছড়ানো হয় বলে জানা যায়।
প্রসঙ্গত এই প্রথম নয়, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের যুগে প্রায়শয়ই তারকাদের ডিপফেক ভিডিয়ো ছড়ানোর খবর সামনে আসে। ভারতের আলিয়া ভাট থেকে শুরু করে বেশ কয়েকজনের ডিপফেক ভিডিয়ো যখন সামনে আসে, তা নিয়ে তোলপাড় শুরু হয়।