Chile Wildfire: ভয়াবহ দাবানলে চিলিতে দাউ দাউ করে জ্বলছে একের পর এক জমি, মৃতের সংখ্যা বেড়ে ১১২ জন
Chile Wildfires (Photo Credit: X)

নয়াদিল্লি: ভয়াবহ দাবানলে চিলি (Chile)-তে মৃতের সংখ্য ১১২ জনে পৌঁছেছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ (President Gabriel Boric)-র আশঙ্কা, দাবানলে মৃতের সংখ্যা আরও বাড়বে। গত দু’দিন ধরে ভয়াবহ দাবানল (Chile Wildfire) ছড়িয়ে পড়ে মধ্য ও দক্ষিণ চিলির বিশাল এলাকায়। ৪০টি এলাকায় এখনও দাউদাউ করে জ্বলছে আগুন। প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের কারণেই চিলিতে দাবানল ছড়িয়ে পড়ে। সপ্তাহান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ( ১০৪ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বেড়েছে। ইতিমধ্যেই দেশজুড়ে জরুরি অবস্থা জারি হয়েছে।

আরও পড়ুন: Chile Fire : ভয়াবহ দাবানলে চিলিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৯

ন্যাশনাল ডিজাস্টার সার্ভিস সেনাপ্রেডের মতে, রবিবারের মধ্যে মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রায় ২৬,০০০ হেক্টর (৬৪,০০০ একর) পুড়ে গিয়েছে। সূত্রে খবর, ৩১টি হেলিকপ্টার, ১৪০০ জন দমকলকর্মী ও ১৩০০ জন সেনা জওয়ান উদ্ধারকাজ চালিয়ে জাচ্ছেন।