নয়াদিল্লিঃ লাগাতার বৃষ্টিতে(Heavy Rain) বিপর্যস্ত নেপাল(Nepal)। বন্যাসহ(Flood) ভূমিধসের(Landslide) জেরে কার্যত 'মৃত্যুপুরী'তে পরিণত হয়েছে দেশটি। রোজ লাফিয়ে-লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বন্যা এবং ভূমিধসের কারণে এখনও পর্যন্ত ১১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১২ জনের বেশি। চলছে উদ্ধারকার্য। কাঠমাণ্ডুতে মারা গিয়েছেন ৩৪জন। এ ছাড়া কোশীতে, বাগমতী প্রদেশ মিলিয়ে মোট ১১২ জন মারা গিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিল কুমার তামাং। পরিস্থিতি সামাল দিতে উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। আপাতত তিন দিনের জন্য নেপালজুড়ে বন্ধ সব স্কুল, কলেজ। ফুঁসছে বহু নদী। সে সব ছাপিয়ে গেলে পরিস্থিতি যে আরও ভয়ানক হবে তা আঁচ করাই যাচ্ছে। অন্যদিকে বন্যাকবলিত জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ত্রাণশিবির। সেখানেও আশ্রয় নিয়েছেন বহু মানুষ।
বন্যা সহ ভূমিধসের কোপ, নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১১২
Nepal Floods | Death toll rises to 112 after torrential rainfall-induced landslide and flooding sweeps across the country, dozens missing: Armed Police Force and Nepal Police database
— ANI (@ANI) September 29, 2024
Devastating floods hit Kathmandu Valley and other parts of Nepal.
A number of deaths have been confirmed while thousands of rescues have been carried out across the capital.https://t.co/OJwUg7wx8K pic.twitter.com/lUoJoFQcNf
— Sky News (@SkyNews) September 28, 2024
Flash:
Floods caused by incessant rain killed at least 39 people in #Nepal.
Nine persons were killed in #Kathmandu, 16 in #Lalitpur, five in Bhaktapur, three in Kavrepalanchowk, two each in Panchthar and Dhankuta, and one each from Jhapa and Dhading.
A total of 11 people are… pic.twitter.com/MiwaDtqpYR
— Yuvraj Singh Mann (@yuvnique) September 28, 2024