Mount Everest: তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্ব ঢাল জুড়ে আচমকাই নামল প্রবল তুষারঝড়। গত শুক্রবার শুরু হওয়া এই ভয়ঙ্কর তুষারঝড়ে (Blizzard) প্রায় এক হাজার ট্রেকার ও পর্বতারোহী আটকে পড়েন পাহাড়ি ক্যাম্পে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় তাঁরা কার্যত বন্দি রয়েছেন। এই ঝড়ে তীব্র তুষারপাত ও বৃষ্টিপাত একসঙ্গে হওয়ায় একাধিক ক্যাম্পের তাঁবু ভেঙে পড়ে, প্রায়এক মিটার বরফে ঢেকে যায় রাস্তাঘাট। বহু পর্যটকের শরীরে হাইপোথার্মিয়া দেখা দেয়। অধিকাংশ আটকে পড়া মানুষই ছিলেন চিনা পর্যটক। যাঁরা 'গোল্ডেন উইক' ছুটিতে ঘুরতে আসেন।
কোমর সমান বরফে রাত কাটাতে হল
চিনের জাতীয় দিবস উপলক্ষে ৮ দিনের ছুটি চলছিল, যার সময় হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন এভারেস্টের মনোরম 'কার্মা ভ্যালি ট্রেক' রুটে, যা পূর্ব দিক থেকে কাংশুং মুখের চমৎকার দৃশ্যের জন্য বিখ্যাত। দুর্ভাগ্যবশত, সেই সময়ই নেমে আসে ভয়ঙ্কর তুষারঝড়। এতে অন্তত এক জন ট্রেকারের মৃত্যু হয়েছে ঠান্ডায় জমে। আরও অনেকে কোমর সমান বরফে রাত কাটিয়েছেন দৃশ্যমানতা প্রায় শূন্য অবস্থায়। রাতভর চলে উদ্ধারকাজ।
দেখুন এভারেস্টে প্রাকৃতিক দুর্যোগ
❄️ Hundreds of trekkers trapped by a blizzard near est’s eastern face in Tibet have been rescued.
Around 350 reached Qudang township, and contact has been made with over 200 others after heavy snow and rain hit the Himalayas.pic.twitter.com/9qiLNWKc56
— Volcaholic 🌋 (@volcaholic1) October 6, 2025
উদ্ধারকাজে নামানো হয় ষাঁড় ও ঘোড়া
চিনা প্রশাসন দ্রুত 'ব্লু স্কাই' উদ্ধারকারী দল, স্থানীয় তিব্বতি গ্রামবাসী, দমকলকর্মী ও সেনা বাহিনীকে উদ্ধারকাজে নামায়। অসাধারণ কঠিন পথে ষাঁড় ও ঘোড়ার সাহায্যে উদ্ধার চালানো হয়। এখনও পর্যন্ত প্রায় ৪৫০ জন ট্রেকার ও পর্বতারোহীদের নিরাপদে কোদাং শহরে আনা সম্ভব হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা মিলিতভাবে বরফ সরানোর কাজ চালাচ্ছেন।