প্যারাগুয়ে, ২৫ জুন: শক্তিশালী টর্নেডো আছড়ে পড়ল চেক প্রজাতন্ত্রে (Czech Republic)। বৃহস্পতিবার রাতে আচমকাই চেক প্রজাতন্ত্রের হোডোনিন জেলায় আছড়ে পড়ে শক্তিশালী টর্নেডো। যার জেরে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত কমপক্ষে ১০০ জন।

চেকের হোডোনিন জেলায় বৃহস্পতিবার রাতে টর্নেডো (Tornado) আছড়ে পড়ার পরপরই গাছপালা, বাড়িঘর ভেঙে পড়তে শুরু করে। ঘণ্টায় ২১৯ কিলোমিটার বেগে আছড়ে পড়ে এই শক্তিশালী টর্নেডো। যার জেরে কয়েকশ' বাড়ির ছাদ উপড়ে পড়ে হোডোনিন জেলায়।

আরও পড়ুন: Paroma Banerjee: অসুস্থ পরোমা বন্দ্যোপাধ্যায়? শিল্পীর ছবি দেখে চমকে উঠলেন অনুরাগীরা

দক্ষিণ মোরাভিয়ার গভর্নর জানান, টর্নেডো থেমে যাওয়ার পর থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। যেন জীবন্ত 'নরককুণ্ডে' পরিণত হয়েছে চেক প্রজাতন্ত্রের এই অঞ্চল। টর্নেডো থামার পর প্রাথমিকভাবে যে রিপোর্ট হাতে এসেছে,তা থেকে অনুমান, কমপক্ষে ১০০০ বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে এই ঝড়ের কবলে।