Cyclone Ana: ঘূর্ণিঝড় অ্যানার দাপটে তছনছ আফ্রিকার মালওয়াই, বাড়ছে মৃত্যু, দেখুন ভিডিয়ো
Cyclone Ana (Photo Credit: Twitter)

দিল্লি, ৩১ জানুয়ারি:  প্রবল ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্থ আফ্রিকার দক্ষিণ-পূর্ব অংশ। মোজাম্বিক, মাদাগাস্কায় ঘূর্ণিঝড় অ্যানার দাপটে ক্ষয়ক্ষতি হলেও, সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ মালওয়াই (Malawi)। ঘূর্ণিঝড় অ্যানা (Cyclone Ana ) যেমন তছনছ করে দিয়েছে মালওয়াই, তেমনি সেখানে মৃত্যুর সংখ্যাও হু হু করে বাড়তে শুরু করেছে। মালওয়াইতে ইতিমধ্যেই ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত কমপক্ষে ১৪৭ জন। নিখোঁজ প্রায় ২০ জন। সবকিছু মিলিয়ে ঘূর্ণিঝড় অ্যানা কার্যত তছনছ করে দিয়েছে মালওয়াইতে।

গত সপ্তাহে ঘূর্ণিঝড় (Cyclone) অ্যানা আছড়ে পড়ে আফ্রিকার বেশ কিছু অংশে। ঝড়ের দাপটে ঘরবাড়ি যেমন ভেঙে পড়তে শুরু করে, তেমনি গবাদি পশুসহ প্রাণহানিও হয় মারাত্মকভাবে। মালওয়াইতে ঝড় থামতেই সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে। পৌঁছে গিয়েছে রেড ক্রস। পৌঁছে গিয়েছে ফিড চিলড্রেনের মতো একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও।

আরও পড়ুন:  Miss USA 2019 Cheslie Kryst: মিস ইউনিভার্সের মঞ্চ থেকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সুন্দরী মডেল, রহস্যের মোড়কে মৃত্যু

সবকিছু মিলিয়ে অ্যানার দাপটে কার্যত ধ্বসস্তূপে পরিণত হয়েছে আফ্রিকার বেশ কয়েকটি দেশ। দেখুন সেই ভিডিয়ো...

 

 

মালওয়াইতে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে সমুদ্রের জল...