UAE Prime Minister Mohammed bin Rashid Al Maktoum. Photo Source: Twitter

আবুধাবি, ৩ নভেম্বর: কোভিড-১৯ ভ্যাক্সিন (Covid-19 Vaccine) তৈরির দৌঁড়ে সামিল হয়েছে বিশ্বের বহু দেশ। আরবও সেই দৌড়ে পিছিয়ে নেই। করোনা ভ্যাক্সিনের ট্রায়াল চলছে সেই দেশেও। স্বেচ্ছাসেবকের পাশাপাশি করোনা ভ্যাক্সিনের ট্রায়াল নিতে এগিয়ে এলেন সেদেশের খোদ প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম (Sheikh Mohammed Bin Rashid Al Maktoum)। মঙ্গলবার ভ্যাক্সিন নেওয়ার সে ছবি টুইটারে শেয়ার করেন আরবের প্রধানমন্ত্রী।

শেখ মহম্মদ ছবিটি শেয়ার করার পাশাপাশি লিখেছেন, "কোভিড-১৯ ভ্যাক্সিন নেওয়ার সময় একটাই কথা মনে হচ্ছিল সকলে যেন সুস্থ-সবল হয়ে ওঠেন। আমরা চিকিৎসকদের এই পুরো দলের প্রতি কৃতজ্ঞ। ভ্যাক্সিন প্রস্তুতের জন্য তাঁরা দিনরাত কাজ করে চলেছেন। আশা করি, আরবে সুদিন খুব শীঘ্রই আসতে চলেছে।" পড়ুন: Shane Watson Announces Retirement: ক্রিকেট দুনিয়া থেকে অবসর ঘোষণা শেন ওয়াটসনের

কিছুদিন আগে আরবের মন্ত্রীসভার এক সদস্যও কোভিড-১৯ ভ্যাক্সিন নিয়েছিলেন।