Covid 19 (Photo Credits: X)

নয়াদিল্লি, ১৮ মেঃ আবারও ফিরছে কোভিড (Covid 19) আতঙ্ক! সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব এশিয়ায় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের (Corona Virus) সংক্রমণ। তবে কেবল বিশ্বব্যাপী হটস্পটগুলিতেই নয় এবার ভারতেও কোভিডের প্রকোপ বাড়ছে। মহারাষ্ট্রের মুম্বই শহরতলিতে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা সামান্য হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। সেই খবর ছড়াতেই ভয় ধরছে দেশবাসীর। ফিরে ফিরে আসছে ২০১৯ সালের অতিমারির স্মৃতি। আবারও কি ঘরবন্দি জীবন ফিরতে চলছে?

মুম্বইয়ের হাসপাতালে নিত্য কোন না কোন রোগীর কোভিড রিপোর্ট পজিটিভ আসছে। বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে এমন রোগীদের সংখ্যাই তালিকায় বেশি। এই আবহে বিদেশের কোথায় কোথায় ভ্রমণ এড়িয়ে চলা প্রয়োজন?

হংকং (Hong Kong)

স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, হংকং-এ COVID-19-এর একটি নতুন ঢেউ উঠেছে। হাসপাতালে বাড়ছে আক্রান্তদের ভিড়। কেবল মার্চ মাস থেকে মে পর্যন্ত কোভিড পজিটিভ রোগীর হার ১.৭% থেকে বেড়ে ১১.৪% হয়েছে। আড়াই মাসে হংকংয়ে ৩০ জন করোনা রোগী মারা গিয়েছেন।

সিঙ্গাপুর (Singapore)

মে মাসের শুরুতেই সিঙ্গাপুরে কোভিড ১৯ কেস ২৮% বৃদ্ধি পেয়েছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে ১৪,২০০ জন কোভিড আক্রান্ত হন। সংক্রমিত রোগীদের হাসপাতালে ভর্তির হার প্রায় ৩০% বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে দৈনিক ভর্তির সংখ্যা ১০২ থেকে বেড়ে ১৩৩-এ দাঁড়িয়েছে। সিঙ্গাপুরে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে। এই নয়া ভ্যারিয়েন্ট জে এন ওয়ান-এর (JN.1) আবার দুটি উপপ্রজাতি 'LF.7' এবং 'NB.1.8' জেগে উঠেছে। যা সার্বিক ভাবে ভয় ধরাচ্ছে দেশটিতে।

চিন (China)

চিনে কোভিড-১৯ এর সংখ্যা আবারও বাড়ছে। চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের রিপোর্ট অনুসারে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোভিড পরীক্ষার পজিটিভিটি হার দ্বিগুণেরও বেশি বেড়েছে।

থাইল্যান্ড (Thailand)

এপ্রিল মাসে সোংক্রন উৎসবের পর থেকে থাইল্যান্ডে উল্লেখযোগ্য করোনা সংক্রমণ বেড়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।