
মুম্বই, ১৯ মে: ফের কামড় বসাতে শুরু করেছে কোভিড ১৯ (COVID 19)। সিঙ্গাপুর (Singapore), হংকং (Hong Kong), চিন (China) এবং থাইল্যান্ডে (Thailand) নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে কোভিডের। ওমিক্রন প্রজাতি থেকে শুরু করে জে এন ওয়ান ভ্যারিয়েন্ট ক্রমাগত থাবা বসাতে শুরু করেছে এশিয়ার বিভিন্ন দেশে। রিপোর্টে প্রকাশ সিঙ্গাপুরে কোভিডের থাবা চিন্তা বাড়াচ্ছে।
২০২৫ সালে সিঙ্গাপুরে কোভিডে সংক্রমিতর সংখ্যা ১৪ হাজারে পৌঁছে গিয়েছে বলে খবর। এপ্রিল মাসেই ১১ হাজার থেকে কোভিড সংক্রমিতর সংখ্যা ১৪ হাজারে পৌঁছে গিয়েছে বলে খবর। বর্তমানে যে জে এন ওয়ান ভ্যারিয়েন্ট সংক্রমণ ঘটাচ্ছে, তা আগের থেকে অনেক বেশি ক্ষতিকর বলেও জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই প্রজাতির সংক্রমণের মাত্রাও আগের চেয়ে দ্বিগুন বলে জানা যাচ্ছে।
এশিয়ার একাধিক দেশে নতুন করে কোভিড ছড়াচ্ছে। ফলে মুম্বইয়ের চিকিৎসকরাও প্রত্যেককে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন। প্রত্যেকে যাতে মাস্ক পরে থাকেন, চিকিৎসকদের তরফে সেি পরামর্শও দেওয়া হয়েছে। প্রসঙ্গত অভিনেত্রী শিল্পা শিরোদকার করোনায় আক্রান্ত বলে খবর।
আরও পড়ুন: Covid Update: সতর্কতা ঘুচতেই হুহু করে বাড়ছে জেএন.১-এর সংক্রমণ, বছর শেষে আক্রান্তের সংখ্যা কত জানুন
JN.1 ভ্য়ারিয়েন্ট কী
JN.1 হল ওমিক্রন BA.2.86 বংশের একটি প্রজাতি। ২০২৩ সলে JN.1 ভ্যারিয়েন্টকে কোভিড পরিবারের সদস্য হিসেব চিহ্নিত করা হয়। JN.1 ভ্যারিয়েন্টে সংক্রমিত হলে, তা অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ত শুরু করে আক্রান্ত বা সংক্রমিতের শরীরে। JN.1 কোভিডের এমন একটি প্রজাতি, যা গোটা বিশ্ব জুড়ে সংক্রমণ ঘটাতে পারে। যে সংক্রমণের মাত্রা মানুষের শরীরে অত্যন্ত বেশি করেই দেখা দিতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।
কোভিডের টিকা কি JN.1 ভ্য়ারিয়েন্ট রুখতে পারে
কোভিড ১৯ এর জন্য যে টিকা নেওয়া হয়,তা JN.1 ভ্য়ারিয়েন্ট রোখার ক্ষেত্রে ততটাও উপযুক্ত নয় বলে জানা যাচ্ছে। ফলে JN.1 ভ্য়ারিয়েন্ট যদি আবলার হু হু করে ছড়াতে শুরু করে, তাহলে প্রতিরোধ ব্যবস্থা কী হতে পারে, সে বিষয়ে যথেষ্ট আশঙ্কা ইতিমধ্যেই তৈরি হয়েছে চিকিৎসক মহলে।