Couple Tragic Death: ব্রাজিলের সাঁও জোসেতে জন্মদিনের উদযাপন ঘুরে দাঁড়ালো ট্রাজেডিতে। নিজেদের ৪ বছরের মেয়ের জন্মদিনে অত্য়ধিক নেশা করে 'হট টাবে' (বিশেষ ধরনের গরম বাথটাব) স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্য়ু হল দম্পতির। ৪১ বছর বয়সী নখের সেলুন মালকিন আনা কারোলিনা সিলভা ও ৩৭ বছর বয়সী সেনা-পুলিশ অফিসার জেফারসন লুইজ সাগাজ, ব্রাজিলের সান্তা ক্যাটারিনা রহস্যজনকভাবে মারা যান। পুলিশ তদন্তের পর বুঝতে পারে, মাদক ও অ্যালকোহলজনিত বিষক্রিয়া, হিটস্ট্রোক, ডিহাইড্রেশন ও অঙ্গপ্রত্যঙ্গের ব্যর্থতার কারণে স্বামী ও স্ত্রী-র মৃত্য়ু হয়। ঠিক কী ঘটেছিল?

ঠিক কী ঘটেছিল

দম্পতি তাদের ৪ বছরের মেয়ের জন্মদিন উদযাপন করেন স্থানীয় এক পার্কে। সন্ধ্যার আগে পরিবারের সঙ্গে উপভোগ করার পর তারা বন্ধুদের সঙ্গে রাতের জমকালো পার্টিতে যোগ দেন। পার্ক থেকে মেয়েকে আত্মীয়র কাছে রেখে দম্পতি রাতের আনন্দ উপভোগ করতে যান। স্থানীয় নাইটক্লাবে হওয়া সেই পার্টিতে মাদক, কোকেন ব্যবহারেরও খবর পাওয়া গেছে। পার্টির শেষে মধ্যরাতে সেই দম্পতি সাঁও জোসের রোসাডো এলাকায় “ডালাস মোটেল”-এ চেক-ইন করেন। এরপর হোটেলের রুমে তারা নেশার ঘোরে বাথটাব জল ভরে দেন ও বৈদ্যুতিক হিটার পুরো উষ্ণ তাপমাত্রায় চালু করেন, স্বস্তির মুহূর্তের জন্য। জলের তাপমাত্রা পৌঁছে যায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে। দম্পতি বাথটবে বসে অ্যালকোহল ও কোকেইনের প্রভাবে অচৈতন্য হয়ে পড়েন। এদিকে বাথটাবে হিটার অন থাকায় তাপমাত্রা বাড়তেই থাকে। কিন্তু সেই দম্পতির তখন শরীরের কোনও অংশ নাড়ানোর ক্ষমতা ছিল না। ফলে তারা প্রচন্ড গরমে কার্যত অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

ময়নাতদন্ত রিপোর্ট কী বলছে

পরদিন সকালে দম্পতি মেয়েকে আনেননি দেখে আতঙ্কিত আত্মীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ও মোটেল কর্মীরা রুমে প্রবেশ করলে দেখতে পান দম্পতির দেহ বাথটাবেই পড়ে রয়েছে। ১৬টি বিস্তারিত ফরেনসিক রিপোর্টে নিশ্চিত হয় যে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু। প্রধান মেডিকেল এক্সামিনার আন্দ্রেসা বোর ফ্রনজা জানিয়েছেন, “মাদক ও অ্যালকোহলজনিত বিষক্রিয়া, হিটস্ট্রোক, ডিহাইড্রেশন ও অঙ্গপ্রত্যঙ্গের ব্যর্থতার কারণে মৃত্যু হয়েছে।”দম্পতির ৪ বছরের মেয়ে অনাথ হয়ে গেছে। বাবা-মা-কে সে বারবার খুঁজছে।