বরিস জনসন (Photo Credits: Facebook)

লন্ডন, ৬ জুলাই: আগামী ১৯ জুলাই থেকে করোনাভাইরাস সংক্রান্ত লকডাউন ও বিধিনিষেধ উঠে যাচ্ছে ইংল্যান্ড থেকে৷ সোমবার একথা বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)৷ মাস্ক পরে ঘুরে বেড়ানো ও দূরত্ববিধি বজায় রাখার মতো নিয়মকানুন আর দীর্ঘদিন বলবৎ থাকবে না৷ ডাউনিং স্ট্রিটে এক সাংবাদিক সম্মেলনে এই সংক্রান্ত ঘোষণা করেন বরিস জনসন৷ প্রাইভেট হোমে থাকার নিয়ম উঠছে৷ ওয়ার্ক ফ্রম হোম গাইডেন্সও তুলে নেওয়া হচ্ছে৷ ইংল্যান্ডে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ বলবতের দায়ভার ব্রিটিশ সরকারের৷ জনগণের স্বাস্থ্য সংক্রান্ত সুরক্ষার বিষয়ে ওয়েলস, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ার্ল্যান্ড এক্ষেত্রে নিজস্ব নীতি নির্ধারণেই চলেছে৷ আরও পড়ুন-Copa America 2021: পেরুকে ১-০ গোলে হারিয়ে কোপার ফাইনালে টিম ব্রাজিল

এর আগে বরিস জনসন ঘোষণা করেছিলেন যে ভারতে উৎপত্তি হওয়া ডেল্টা প্রজাতির সংক্রমণ  ছড়িয়ে পড়ায় ইংল্যান্ডের করোনা সংক্রান্ত লকডাউন তুলে নেওয়ার বিষয়টি একমাস পিছিয়েছে৷ গত ২৪ ঘম্টায় ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৩৪ জন৷ সবমিলিয়ে ব্রিটেনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৩০ হাজার ৫৩৪ জন৷ ব্রিটেনের করোনার মৃত্যুমিছিলে শামিল ১ লাখ ২৮ হাজার ২৩১ জন৷ মূলত করোনা আক্রান্ত হওয়ার ২৮ দিনের মধ্যে যাঁদের মৃত্যু হয়েছিল, সেই পরিসংখ্যান এটি৷ ৪৫.৩ মিলিয়নেরও বেশি ব্রিটেনবাসী কোভিড টিকার প্রথম ডোজ পেয়ে গেছেন৷ অন্যদিকে ৩৩.৭ মিলিয়নেরও বেশি মানুষ পেয়েছে কোভিড টিকার দুটি ডোজই৷

জনজীবনকে স্বাভাবিক করতে ব্রিটেন, চিন, রাশিয়া, আমেরিকার মতো দেশগুলি চাইছে যত তাড়াতাড়ি সম্ভব দেসের বাসিন্দাদের কোভিড টিকাকরণ সম্পন্ন করতে৷