কলকাতা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনূসের উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuj Alam) দেশের বিজয় দিবসে উস্কানিমূলক মানচিত্র পোস্ট করেছেন। মহাফুজ আলমের পোস্ট করা মানচিত্রে ভারতের পশ্চিমবঙ্গ (West Bengal) এবং ত্রিপুরা (Tripura) অন্তর্ভুক্ত রয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে আলমের দাবি, পূর্ব ভারত ও বাংলাদেশের মানুষের সংস্কৃতি ধর্ম নির্বিশেষে একই। পূর্ব পাকিস্তানের সৃষ্টি হয়েছে উচ্চবর্ণ ও হিন্দু মৌলবাদীদের ‘বাংলা-বিরোধী মনোভাবের’ কারণে। আলমের পোস্ট করা মানচিত্র ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। বিতর্কের জেরে সোশ্যাল মিডিয়া পোস্টটি মুছে ফেলতে বাধ্য হন মাহাফুজ আলম।
মাহফুজ আলমের সোশ্যাল মিডিয়া পোস্ট
Mahfuj Alam, special aide to Dr. #Yunus and Advisor of Interim Govt made a Facebook post this morning in which he talked of annexing some of India's eastern and northeastern territories (see the map shared by him).
He alleged that #India maintains a "contain" and "ghettoize"… pic.twitter.com/nkvDVzRDRQ
— Bangladesh Watch (@bdwatch2024) December 17, 2024
নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র
এদিকে বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্কের প্লেন উড়িয়ে আকাশে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন বাংলাদেশের স্টুডেন্ট পাইলট ফাহিম চৌধুরী।সূত্রে খবর এই দুঃসাধ্য কাজটি করতে তাঁর সময় লেগেছে ২ ঘণ্টা ৩৮ মিনিট।