Visa Revoke: ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়া (Colombia)। দক্ষিণ আমেরিকার আরও একটি দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন (Donald Trump)। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো (Gustavo Petro)-র ভিসা বাতিল করল মার্কিন যুক্তরাষ্ট্র। এমন কথাই জানিয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন (Trump Administration) জানায়, কলম্বিয়ান প্রেসিডেন্ট পেত্রোর সাম্প্রতিক কর্মকাণ্ড 'বেপরোয়া ও উস্কানিমূলক'। প্রেসিডেন্ট পেত্রোর কূটনৈতিক ভিসা (A-1 category) বাতিল হওয়া এক ঐতিহাসিক দৃষ্টান্ত। এর আগে ১৯৯৬ সালে কলম্বিয়ার প্রেসিডেন্ট আর্নেস্তো সামপের মাদক চক্রের অভিযোগে মার্কিন ভিসা হারিয়েছিলেন।
কী অভিযোগ কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে
গতকাল, শুক্রবার নিউইয়র্কে রাষ্ট্রসংঘ সদর দফতরের বাইরে এক প্যালেস্টাইন পন্থীদের (pro-Palestinian) বিক্ষোভ সমাবেশে অংশ নেন প্রেসিডেন্ট পেত্রো (President Petro)। অভিযোগ, তিনি মার্কিন সেনাদের "সরকারি আদেশ অমান্য ও হিংসায় উস্কানি দিতে তিনি মদত দেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দাবি, কলম্বিয়ান প্রেসিডেন্টের এই আচরণ আমেরিকার জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক কাঠামোর জন্য বিপজ্জনক।
দেখুন রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কী বলেছিলেন প্রেসিডেন্ট পেত্রো
“There is no superior race.”
“There is no ‘chosen people of God’.”
“It is neither the United States nor Israel.”
“The ‘chosen people of God’ is all of humanity.”
—President of Colombia, Gustavo Petropic.twitter.com/yDhZOa4lvx
— sarah (@sahouraxo) September 24, 2025
দেখুন খবরটি
Earlier today, Colombian president @petrogustavo stood on a NYC street and urged U.S. soldiers to disobey orders and incite violence.
We will revoke Petro’s visa due to his reckless and incendiary actions.
— Department of State (@StateDept) September 27, 2025
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ট্রাম্পের বিরুদ্ধে সরব হন প্রেসিডেন্ট পেত্রো
প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ভাষণে কলম্বিয়ান প্রেসিডেন্ট পেত্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত দাবি করেছিলেন। এমনকী পরোক্ষভাবে ট্রাম্পকে গ্রেফতারের দাবিও তুলেছিলেন প্রেসিডেন্ট পেত্রো। এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়। ২০২৫ সালের জানুয়ারিতেই আমেরিকা সতর্ক করেছিল, কলম্বিয়ান কর্মকর্তাদের ভিসা বাতিল হতে পারে যদি দেশটি মার্কিন ডিপোর্টেশন ফ্লাইট বা অবৈধ অভিবাসীদের ফিরিয়ে না নেয়।
দেখুন ছবিতে
The U.S. State Department has announced that it will be revoking the diplomatic visa of Colombian President Gustavo Petro, after he joined a group of demonstrators on a street in New York City earlier today and called for the West and the United States to stop supporting Israel.… pic.twitter.com/MWImgKk3dq
— OSINTdefender (@sentdefender) September 27, 2025
ট্রাম্প বনাম পেত্রো
পেত্রোর সরকার সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ফেরত পাঠায়, এর ফলে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প প্রশাসন জরুরি শুল্ক বসায় এবং কলম্বিয়ান কর্মকর্তাদের ওপর সম্ভাব্য 'ট্রাভেল ব্যান'-এর হুমকি দিয়েছিল। মার্কিন সিদ্ধান্তের ফলে কলম্বিয়ার অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর বড় আঘাত আসতে পারে। ইতিমধ্যেই আমেরিকা চলতি মাসে কলম্বিয়াকে 'নেশাদ্রব্য দমন ব্যর্থ' হিসেবে চিহ্নিত করেছে, যা মার্কিন সাহায্য ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।