Iran Wants To Killed Donald Trump, Claims Benjamin Netanyahu (Photo Credit: X/Instagram)

Israel vs Iran: ইজরায়েলের সঙ্গে ইরানের (Israel-Iran War) যুদ্ধ নিয়ে বড় দাবি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন (Bill Clinton)। ইরানের সঙ্গে ইজরায়েলের যুদ্ধে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin)-র সুরেই কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নেতানিয়াহুকে খুশি করে ইরানের সর্বময় কর্তা আয়াতুল্লাহ আলি খামেনি-কে সরাসরি খুনের হুমকিও দিয়েছেন ট্রাম্প। ইরানের পরমাণু বোমা তৈরি নিয়ে ট্রাম্প আর নেতানিয়াহুর দাবি একেবারে একই বিন্দুতে দাঁড়িয়ে। কিন্তু প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন দাবি করলেন, নেতানিয়াহু নিজের গদি বাঁচাতেই ইরানের সঙ্গে যুদ্ধে যাচ্ছেন।

ক্লিনটনের দাবি

ক্লিন্টনের দাবি, দেশে কোণঠাসা নেতানিয়াহু জানেন, তাঁকে ক্ষমতায় রাখতে পারে শুধু একটাই বিষয়। সেটা হল, ইজরায়েলের সাধারণ মানুষের ইরানের প্রতি ক্ষোভ ও ঘৃণা। আর তাই বারবারের মত এবারও নেতানিয়াহু দাবি করেছেন, ইরান পরমাণু বোমা তৈরি করতে আর মাত্র কয়েক মাস দূরে দাঁড়িয়ে। আর সেই দাবির ওপর ভিত্তি করে ইরানের ওপর হামলা করে যুদ্ধ শুরু করলেন নেতানিয়াহু।

দেখুন কীভাবে নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ক্লিনটন

ক্লিনটনের দাবি কতটা সত্যি

প্রসঙ্গত, হামাসের সঙ্গে যুদ্ধে গিয়ে গাজাকে ধ্বংস করতে পারলেও দেশবাসীর মন তেমনভাবে জয় করতে পারেননি নেতানিয়াহু। হামাসের হাতে থাকা পণবন্দিদের ফিরিয়ে আনা নিয়ে নেতানিয়াহুর ওপর অসন্তোষ বলছে। ইজরায়েলের বিভিন্ন সমীক্ষা বলছে, ভোট হলে নেতানিয়াহু আর ক্ষমতায় ফিরবেন না। আর ক্ষমতা থেকে সরলে আর্থিক দুর্নীতির অভিযোগ থাকা নেতানিয়াহুকে জেলও খাটতে হতে পারে। গাজা যুদ্ধ তাই শেষ হয়ে আসার পর, নেতানিয়াহুকে তাই নতুন করে যুদ্ধ নামতেই হত বলে সে দেশের বিরোধীদের অভিযোগ। ইরান পরমাণু বোম তৈরি করে ফেলেছে, এমন দাবি ২০০২ সাল থেকে বারবার করে আসছেন নেতানিয়াহু, এবং তার ভিডিও ফুটেজও রয়েছে। তবে এ কথাও ঠিক-হামাস, হিজবুল্লা, হুতি থেকে শুরু করে ইজরায়েলের বিরুদ্ধে সক্রিয় জঙ্গি বিভিন্ন গোষ্ঠীগুলিকে ইরান যেভাবে প্রত্যক্ষভাবে সাহায্য করছে তাতে ইজরায়েলকে ঘুরে দাঁড়ানোর সময়ও এসেছে।