Christopher Columbus (Photo Credit: X)

ক্রিস্টোফার কলম্বাস (Christopher Columbus) ছিলেন স্প্যানিশ, ইহুদি ছিলেন। সম্প্রতি এক গবেষণায় এমনই একটি রিপোর্ট উঠে এসেছে। স্প্যানিশ গবেষকদের একটি দল ক্রিস্টোফার কলম্বাসকে নিয়ে একটি পরীক্ষানীরিক্ষা করেন। সেখানেই ক্রিস্টোফার কলম্বাসের পরিচয় হিসেবে স্প্যানিশ, ইহুদি হিসেব উল্লেখ করা হয়েছে। কলম্বাস ইতালির (Italy) জেনোয়াতে জন্মেছিলেন বলে যে ধারণা ছিল, তাকে কার্যত চ্যালেঞ্জ করে এই গবেষণা। যেখানে ক্রিস্টোফার কলম্বাস স্প্যানিশ, ইহুদি হিসেবে দাবি করা হয়েছে।

ক্রিস্টোফার কলম্বাস যে সময় জন্মেছিলেন বা তাঁর জীবনধারা যে গতিতে চলছিল, সেই সময় ধর্মীয় উৎপীড়ন থেকে বাঁচতে পরিচয় গোপণ করেন বলে অনেকের ধারণা। ইহুদি পরিচয় গোপণ করে কলম্বাস নিজেকে ক্যাথোলিক হিসেবে ওই  সমময় পরিচিত করেন বলে গবেষণায় উঠে আসে।

কলম্বাসকে নিয়ে যে গবেষণা করা হয়, সেখানে ভ্যালেন্সিয়া শহরে তাঁর জন্ম হতে পারে বলে ধারনা। ধর্মীয়য় নীপিড়ন থেকে বাঁচতেই ক্রিস্টোফার কলম্বাস নিজেকে ইহুদির পরিবর্তে ক্যাথোলিক হিসেবে পরিচিত করতে শুরু করেন বলে খবর।

১৪৯২ সালে আমেরিকায় কলম্বাসের অভিযান বিশ্ব ইতিহাসকে নতুন আকার দেয়। ফলে তিনি ইতালীয়, এমন বিশ্বাসই ছিল দীর্ঘদিন ধরে।  কলম্বাসের জন্ম নিয়ে ভিন্ন তত্ত্ব প্রচারিত রয়েছে। যার মধ্যে পোল্যান্ড, গ্রেট ব্রিটেন, গ্রিস, পর্তুগাল, হাঙ্গেরি এবং স্ক্যান্ডিনেভিয়ার মতো দেশগুলিতে তাঁর জন্ম হতে পারে বলে মনে করা হয়। এবার একাধিক জায়গার সঙ্গে কলম্বাসের ধর্মীয় পরিচয় নিয়েও নয়া তত্ত্ব সামনে আসতে শুরু করেছে।