Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির তত্ত্ব মানেননি, সুরক্ষা কর্মকর্তাকে পদচ্যুত করলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন নির্বাচন সুরক্ষা সংক্রান্ত কর্মকর্তা ক্রিস ক্রেবসকে (Chris Krebs) বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে এনিয়ে ট্রাম্প লেখেন, “তৎক্ষণাৎ কার্যকর, সাইবার সিকিওরিটি এবং সিকিওরিটি এজেন্সির কর্মকর্তার পদ থেকে ক্রিস ক্রেবসকে এই মুহূর্তেই সরানো হল।” সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এই ফলাফল দেখে বিরাট জালিয়াতির অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই অভিযোগকে বাতিল করেছেন ক্রিস ক্রেবস।

ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: Facebook)

ওয়াশিংটন, ১৮ নভেম্বর: মার্কিন নির্বাচন সুরক্ষা সংক্রান্ত কর্মকর্তা ক্রিস ক্রেবসকে (Chris Krebs) বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে এনিয়ে ট্রাম্প লেখেন, “তৎক্ষণাৎ কার্যকর, সাইবার সিকিওরিটি এবং সিকিওরিটি এজেন্সির কর্মকর্তার পদ থেকে ক্রিস ক্রেবসকে এই মুহূর্তেই সরানো হল।” সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এই ফলাফল দেখে বিরাট জালিয়াতির অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই অভিযোগকে বাতিল করেছেন ক্রিস ক্রেবস। তারপরেই ক্রেবসকে কার্যকর, সাইবার সিকিওরিটি এবং সিকিওরিটি এজেন্সির কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। ট্রাম্প বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অত্যন্ত ভুল বিবৃতি দিয়েছেন ক্রিস ক্রেবস। আরও পড়ুন-COVID-19 Tally in Europe: সেকেন্ড ওয়েভের খাঁড়া, ইউরোপে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছাড়ালো ১৫ মিলিয়ন

তিনি বলেন, “২০২০-র প্রেসিডেন্ট নির্বাচনের সিকিওরিটি নিয়ে অত্যন্ত ভুল বিবৃতি দিয়েছেন ক্রিস ক্রেবস। ভোট গণনায় প্রচুর ত্রুটি রয়েছে। জালিয়াতি হয়েছে। মৃত মানুষের ভোটও পড়েছে। ভোট পর্যবেক্ষকদের গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। ট্রাম্পের পক্ষে পরা ভোট সুকৌশলে বিডেনের ঘরে জমা পড়েছে। দেরি করে ভোট হয়েচে এবং আরও অনেক কিছু।” ভোটিং মেশিনগুলিতে দেশি বিদেশি হ্যাকারদের প্রভাব যাতে না পরে তা দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল ক্রিস ক্রেবসকে। ডেমোক্র্যাট প্রার্থী তথা প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বিডেনের কাছে হারতে হয়েছে ট্রাম্পকে। যদিও এই হার মানতে নারাজ তিনি।