Mamata Banerjee, Suvendu Adhikari (Photo Credits: X)

কলকাতা, ১৫ মার্চ: সব ঠিক থাকলে রাজ্যে বিধানসভা ভোট আর বছরখানেকের অপেক্ষা। এ কথা সবার জানা, ভোটের আগের একটা বছর রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ সময়ে বিজেপি নেতৃত্বের কপালে হাত পড়তে পারে। কারণটা দলে ভাঙন। ক'দিন আগেই হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ড বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এবার রাজ্য রাজনীতিতে জোর জল্পনা, তাপসীর পথ ধরে আরও বেশ কয়েকজন পদ্ম শিবিরের বিধায়ক জোড়া ফুলে যোগ দিতে পারেন। তবে ঠিক কতজন বিজেপি বিধায়ক দল ছাড়বেন সেই সংখ্যাটা নিয়ে সংবাদমাধ্যমে নানা জল্পনা চলছে।

কারা কারা বিজেপি ছাড়তে পারেন

কিছু সংবাদমাধ্যমে প্রকাশ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ১২ জন গেরুয়া বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন। আবার একটি টিভি চ্যানেলে দেখানো হচ্ছে, বাংলায় বিজেপির ১১ জন বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন। যদিও এখনও এই বিষয়ে খবর স্পষ্ট নয়। তবে বাংলায় দল বদলের খবর এলেই পদ্ম শিবিরে নেতাদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। যে আতঙ্কটা ২০২১ বিধানসভার আগে তৃণমূল শিবিরে দেখা যাচ্ছিল।

বঙ্গে বিজেপির ছন্নছাড়া সংগঠন

২০২১ বিধানসভা নির্বাচনে সর্বশক্তি প্রয়োগ করে বাংলায় ২৯৪টি আসনে লড়ে বিজেপি মাত্র ৭৭টি আসনে জিতেছিল। কিন্তু গত কয়েক বছর ধরে বাংলা বিজেপি ক্রমশ দুর্ল হয়ে পড়েছে। লোকসভায় বঙ্গে বিপর্যয়, গত কয়েক বছরে বিজেপির একের পর এক বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। ৭৭ থেকে রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ৬৫-তে নেমে গিয়েছে। কোচবিহারের পুরপ্রধান তথা দাপুট তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের দাবি, উত্তরবঙ্গের প্রায় ১৪ জন বিজেপি নেতা তার সঙ্গে নিয়মিত যোগ রাখছেন। রবীন্দ্রনাথ ঘোষের দাবি, কোচবিহারের ৩ জন সহ উত্তরবঙ্গের বিজেপির ১২-১৪ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ রাখছেন। যদিও বিজেপি এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে। ক'দিন আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন, বিজেপির বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ দিদির দলে যোগ দিতে চান।

বঙ্গ বিজেপি শিবিরে আতঙ্ক

শুভেন্দু গড়ে বিধায়ক তাপসী মণ্ডলের দল ছাড়া নিয়ে রাজ্য বিজেপি নেতা-কর্মীরা হতাশ। কারণ লোকসভা ভোটে দক্ষিণবঙ্গে একমাত্র পূর্ব মেদিনীপুরই আশার আলো দেখিয়েছে। দক্ষিণবঙ্গে পুরো ভরাডুবির মাঝে অধিকারী গড়ের দুই আসন তমলুক ও কাঁথিতে জিতেছিল বিজেপি। কিন্তু সেইখানেই দাপুটে মহিলা বিধায়ক দল ছাড়ায় পদ্ম শিবিরে হতাশা তৈরি হয়েছে। জেতা জায়গায় দলছাড়ার প্রবণতা তৈরি হলে, যেসব জায়গায় লড়াই কঠিন সেখানে কীভাবে দলছুট রোখা যাবে তা নিয়ে চিন্তা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। আর মাত্র ক মাস পরেই এখনও কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা সহ বেশ কিছু জেলায় ঠিক মত গুছিয়ে নিতেই পারছে না গেরুয়া শিবির। তবে বিজেপির রাজ্য নেতারা বলছেন, কেন্দ্রীয় নেতৃত্ব এবার বাংলায় জিততে রণকৌশল তৈরি করছে। সব কিছু এসে গেলে বাংলায় ২০২৬ বিধানসভায় ২০১৯-লোকসভার ফল চমক হতে পারে।

১৯-এর মিরক্যাল ২৬-র স্বপ্নে

গেরুয়া শিবিরের নেতারা বলছেন, ২০১৯ লোকসভার বছরখানেক আগেও দলের অবস্থা একটা সময় ছন্নছাড়া হয়ে পড়েছিল। কিন্তু সেখান থেকে বিজেপি বাংলায় ১৮টি আসনে জিতেছিল। দিল্লিতে কেজরিওয়ালের মডেলে বাংলায় মমতাকে হারানোর স্বপ্নে বুঁদ রাজ্যে পদ্ম শিবিরের নেতারা।