এক সময়ে বিশ্বের অন্যতম জনবহুল দেশ ছিল চিন (China)। বিপুল জনসংখ্যায় হ্রাস টানতে ১৯৭৯ সালে দেশে পরিবার পিছু 'এক সন্তান' নীতি চালু করেছিল চিন সরকার। বিগত কয়েক বছরে আচমকাই কমতে শুরু করে চিনের জনসংখ্যা (China Populatio। ১.৪ বিলিয়ন জনসংখ্যার দেশটিতে কমেছে জন্মহার। এই পরিস্থিতিতে সাত বছর আগে রদ করে দেওয়া হয় 'এক সন্তান' নীতি। কিন্তু তা সত্ত্বেও চিনের জনসংখ্যা হ্রাস আটকানো যাচ্ছে না। বিগত ছয় দশকে এই প্রথমবার তাৎপর্যপূর্ণভাবে জনসংখ্যা কমল চিনে। জনসংখ্যা হ্রাসের প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। এমতাবস্থায় দেশের জন্মহার বাড়াতে এক বিশেষ পথ অবলম্বন করেছে চিন সরকার। বিবাহ এবং পরিবার পরিকল্পনা নিয়ে দেশবাসীকে উৎসাহিত করতে চিনের সিভিল অ্যাফেয়ার্স ইউনিভার্সিটি একটি নতুন স্নাতক ডিগ্রির ঘোষণা করেছে। যার নাম 'বিবাহ পরিষেবা এবং ব্যবস্থাপনা' (Marriage Services and Management)।
জানা যাচ্ছে, সেপ্টেম্বর থেকে রাজধানী বেইজিং-এর (Beijing) ওই ইউনিভার্সিটিতে নতুন এই স্নাতক কোর্সটি চালু হবে। দেশের যুব সমাজকে বিবাহ সম্পর্কিত যাবতীয় শিল্প ও সংস্কৃতিক বিকাশ ঘটানোই এই কোর্সের লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ঝাও হংগ্যাং জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে কোর্সের জন্যে শিক্ষার্থীদের নথিভুক্তকরণ শুরু হবে। এই বছর প্রাথমিক ভাবে ১২টি প্রদেশ থেকে ৭০জন পড়ুয়া নিয়ে শুরু হবে 'বিবাহ পরিষেবা এবং ব্যবস্থাপনা' নামের ওই স্নাতক কোর্স।
কোর্সের লক্ষ্য...
- বিবাহ এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে সমাজকে উৎসাহ দেওয়া।
- দেশের যুব সমাজের মধ্যে বিবাহ সম্পর্কিত শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটানো।
- পারিবার সংক্রান্ত পরামর্শ দেওয়া, বিবাহের পরিকল্পনা, সঠিক সঙ্গী বাছাই অর্থাৎ 'ম্যাচ মেকিং' দক্ষতায় বিকাশ ঘটানো।
এই কোর্সে স্নাতক পাস করার পর ছাত্রদের শিল্প সমিতি, ম্যাচমেকিং এজেন্সি, বিবাহ পরিষেবা সংস্থা, বিবাহ এবং পারিবারিক পরামর্শ দেওয়া সংস্থাগুলোতে কাজের ব্যাপক সুযোগ করে দেওয়া হবে।