যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন চিনা নজরদারি বেলুন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। বলা হয়েছে, চিনা এই গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন প্রবীণ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও সামরিক কর্মকর্তারা বেলুনটি গুলি করে ভূপাতিত করার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে বেলুনটি যেসব এলাকার ওপর দিয়ে উড়ছিল, সেখানে বসবাসরত মানুষের ক্ষতি বিবেচনা করে তা আর করা হয়নি।প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে লয়েড অস্টিন গত বুধবার পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে বেলুনটিকে নিচে নামানোর বিকল্প নিয়ে আলোচনা করেন। এ সময় অস্টিন ফিলিপাইনস সফরে ছিলেন।
বেলুনটি যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশে দেখা গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। ওই অঞ্চলে মার্কিন বাহিনীর বিমানঘাঁটি, ভূগর্ভস্থ কৌশলগত ক্ষেপণাস্ত্রকেন্দ্র রয়েছে।দেখুন সেই নজরদারি বেলুনের ভিডিও-
Video of the Chinese spy balloon as it flew over Montana pic.twitter.com/em6PHJzLzS
— BNO News Live (@BNODesk) February 2, 2023