China: মাত্র ১ দিনে তৈরি ১০তলা বাড়ি, ভাইরাল চিনের ভিডিয়ো
ভাইরাল বাড়ি,ছবি ট্যুইটার

বেজিং, ১৯ জুন: চিনে (China) ১০তলা একটি বাড়ি (Building) তৈরি করা হল ২৮ ঘণ্টায়। মাত্র একদিনে মধ্যেই বহুতল তৈরি করে ফেলল চিনের এক সংস্থা। যে খবর এবং ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral) হয়ে যায়।

মাত্র ২৮ ঘণ্টার মধ্যে ১০ তলা বাড়ি কীভাবে তৈরি হল, সে বিষয়ে জানতে চাওয়া হলে বিভিন্ন তথ্য জানানো হয় সংশ্লিষ্ট সংস্থার তরফে।

আরও পড়ুন: COVID-19 Vaccine: কোভিশিল্ড, কোভ্যাক্সিন, ৫ মিনিটে পরপর ২টি টিকা, চিকিৎসকদের নজরদারিতে বিহারের মহিলা

ব্রড গ্রুপ নামে ওই সংস্থার তরফে জানানো হয়, আগে থেকেই ওই বাড়ির কাঠামো তৈরি করা ছিল। ফলে নির্দিষ্ট কর্মী নিয়োগ করে ওই কাঠামোকে বহুতল হিসেবে গড়ে তোলা হয়। কাঠামো আগে থেকে তৈরি থাকায়, ২৮ ঘণ্টার মধ্যে ১০তলা বাড়ি তৈরি করতে তাদের তেমন কোনও অসুবিধা হয়নি বলে জানানো হয় ব্রড গ্রুপের তরফে।