ঝাং জান (Photo Credits: YouTube/Zhang Zhan)

বেজিং, ২৮ ডিসেম্বর: গত বছরে উহানের কোভিড সংক্রমণের খবর দিয়েছিলেন। এর জেরে বিশ্ব সংসারে সংক্রমণ ছড়ানোর দায়ভার নিতে হয়েছে চিনকে। সেই অপরাধে এক নাগরিক সাংবাদিককে (citizen journalists) চার বছরের কারাদণ্ড দিল চিনের আদালত। করোনাভাইরাস সংক্রান্ত খবর চেপে যাওয়াতে ও ভাইরাসের উৎপত্তি গোপন করার কারণে বিশ্বের সমস্ত দেশের তীব্র সমালোচনার মুখে পড়েছে চিন। দণ্ডপ্রাপ্ত মহিলা হলেন ৩৭ বছরের ঝাং জান। তিনিই প্রথম হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। তাঁর দেওয়া তথ্যের সঙ্গে সরকারি তথ্যের মতবিরোধ ঘটতেই বিষয়টি নজরে আসে। রাষ্ট্রযন্ত্রের কুনজরে পড়ে যান ওই নাগরিক সাংবাদিক। করোনার প্রাদুর্ভাব নিয়ে জাং জানের করা মন্তব্যটিকে উধাও করে দিয়েছে চিনের সরকার।

এবং এরপর যাঁরা করোনা সমপ্র্কিত কোনও খবর প্রকাশ্যে আনবেন তাঁদের জন্য যে বিপদ অপেক্ষা করছে সে সম্পর্কে হুঁশিয়ারিও দেয় বেজিং। এই হুঁশিয়ারি থেকে বাদ পড়েননি চিকিৎসকরাও। এমনকী বহু চিকিৎসক করোনা নিয়ে মুখ খুলে একেবারে অদৃশ্য হয়ে গিয়েছেন। ঝানের তরফে সরকারের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা লড়ছেন আইনজীবী রেণু কোয়ান্নিউ। তিনি বলেন, চিনের সাংহাই প্রদেশের পুডং শহরের আদালতে এদিন মামলার শুনানি ছিল। বেলা সাড়ে বারোটা নাগাদ সেখানেই বিচারক ঝাং জানকে ৪ বছরের কারাদণ্ডে দম্ডিত করেন। এই প্রসঙ্গে আইনজীবী রেণু বলেছেন, “মিস ঝাং বিশ্বাস করেন বাক স্বাধীনতার অধিকারের সঠিক প্রয়োগ করেই তিনি শাস্তি পেলেন। আমরা সম্ভবত আবেদন করব।”