COVID-9 Cases In Shanghai: করোনার গ্রাসে সাংহাই, নতুন আক্রান্ত ২,৪১৭ জন
Representative image

সাংহাই, ১৮ এপ্রিল: সোমবার সকালে চিনের অর্থনৈতিক হাব সাংহাইতে (Shanghai) নতুন করে ২ হাজার ৪১৭ জনের শরীরে মিলল করোনাভাইরাস। এছাড়াও ১৯ হাজার ৮৩১ জন উপসর্গহীন রোগীর সন্ধান মিলেছে। রবিবার সাংহাইতে কোভিডের জেরে ৩ জনের মৃত্যু হয়েছে। এই তিনজনের মধ্যে ২ জন মহিলা ও ১ জন পুরুষ। তিনজনেরই বয়স ৮৯-৯১ এর মধ্যে। কোমর্বিডিটির শিকার তিনজনে হৃদরোগ, মধুমেহ, উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন।

হাসপাতালে ভর্তির পর তিনজনেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। সমস্ত লাইফ সাপোর্টের ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় চিকিৎসার বন্দোবস্ত করেও তিনজনকে বাঁচানো যায়নি। সাংবাই পুরসভার স্বাস্থ্য কমিশনের তরফে এই খবর মিলেছে।