সাংঘাই, ৩০ অক্টোবর: ফের নতুন করে করোনার (Corona) দাপট শুরু হয়েছে চিন জুড়ে। দেশের বিভিন্ন অংশে আবার নতুন করে বাড়তে শুরু করেছে কোভিড। যার জেরে চিন সরকারের কপালে কার্যত ভাঁজা পড়তে শুরু করেছে।
রিপোর্টে প্রকাশ, বর্তমানে চিনের (China) বিভিন্ন জেলায় করোনার দাপট বাড়ছে। ১৭ থেকে ২৯ অক্টোবরের মধ্যে চিনে ৩৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২০২০ সালে যেভাবে চিনে হু হু করেকরোনার দাপট বাড়তে শুরু করে, সেই একইরকমভাবে এবারও ফের কোভিডে (COVID 19) আক্রান্তের সংখ্যা বাড়ছে ।
আরও পড়ুন: Yusuf Husain Passes Away: প্রয়াত অভিনেতা ইউসুফ হোসেন, শোক প্রকাশ অভিষেক বচ্চন, মনোজ বাজপায়ীদের
গত ১৪ দিনে চিনের ১৪টি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। যেভাবে গোটা চিন জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে তা নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে পড়ছে বলে জানানো হয় সে দেশের স্বাস্থ্য দফতরের তরফে। বর্তমানে করোনায় যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁরা বেশিরভাগ উপসর্গবিহীন বলে জানানো হয়েছে জাতীয় স্বাস্থ্য দফতরের তরফে।