Virus Outbreak In China (Photo Credit: Twitter)

বেজিং, ১৭ নভেম্বর: চিনের (China)  ওয়েট মার্কেট থেকে ফের বিপদের সঙ্কেত পাচ্ছেন বৈজ্ঞানিকরা। রিপোর্টে প্রকাশ, চিনের ওয়েট মার্কেটে নতুন ধরনের ১৮টি মামালিয়ান ভাইরাসের সন্ধান মিলেছে। যা মানুষ এবং গবাদি পশুর শরীরে সংক্রমণ ঘটাতে পারে বলে আশঙ্কা। উহানে (Wuhan) যে ওয়েট মার্কেট রয়েছে, সেখান থেকেই ওই মামালিয়ান ভাইরাসের খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে। উহানের সি ফুডের ওই মার্কেটকে ফের বিপজ্জনক বলে চিহ্নিত করছেন বৈজ্ঞানিকরা।

চিনের এক ভাইরোলজিস্টের কথায়, উহানের সি ফুড মার্কেটে প্রথম পর্যায়ে ৭১টি মামলিয়ান ভাইরাসের (Mammalian Viruses ) সন্ধান মিলেছে। যার মধ্যে ৪৫টি ভাইরাসের চিহ্নিতকরণ তাঁরা করতে পেরেছেন। যার মধ্যে ১৮টি এমন ভাইরাস রয়েছে, যার জেরে মানবদেহে সংক্রমণ ঘটতে পারে বলে মনে করছেন গবেষকরা। মানুষের পাশাপাশি ওই ১৮টি ভাইরাসের মাধ্যমে গবাদি পশুরাও আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন:  BSF: ''মহিলাদের তল্লাশির নামে শরীর স্পর্শ'', বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের উদয়ণ গুহর

পেঙ্গোলিন থেকে এই ধরনের ভাইরাস ছড়িয়ে পড়তে পারে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও ধারণা মেলেনি গবেষকদের। তবে সিভেটস নামের আরও একটি পশুর মাধ্যমে নতুন এই মামালিয়ান ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গবেষকদের তরফে। এই সিভেটস নামের পশুর সাহায্যে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ নতুন করে ছড়াতে পারে বলেও আশঙ্কা।

পাশাপাশি বাদুড় (Bat) থেকে যে করোনা সংক্রমণ ছড়ায়, সিভেটস তা ত্বরানিত করতে পারে বলে আশঙ্কা। করোনাভাইরাস এইচকেইউএইট বাদুড়ের মাধ্যে দিয়ে সংক্রমিত হয়ে সিভেটসের শরীরে প্রবেশ করে। এরপর সিভেটসই করোনাভাইরাস এইচকেইউএইট-এর বাহক হয়ে যায় বলে মনে করছেন গবেষকরা।

এসবের পাশাপাশি অ্যাভিয়েটস ইনফ্লুয়েঞ্জা নামে আরও একটি ভাইরাস সিভেটসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা গবেষকদের। সবকিছু মিলিয়ে উহানের ওয়েট মার্কেট ফের বিপদ সঙ্কেত শোনাচ্ছে কি না গোটা বিশ্বের জন্য, তা নিয়ে চলছে জোর আলোচনা।