India China Standoff: 'প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তাদের সেনাদের উস্কানি দিচ্ছিল ভারত', অভিযোগ তুলে ভারতীয় সেনার ঘাড়ে দোষ চাপালেন চিনা বিদেশমন্ত্রী
চিনা বিদেশমন্ত্রী (Photo Credits: ANI)

বেইজিং, ৮ সেপ্টেম্বর: ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) পেরিয়ে ৭ সেপ্টেম্বর প্যাংগং লেকে অনুপ্রবেশ করে বলে মঙ্গলবার বিবৃতি দেয় চিন (China)। ভারতীয় সেনা চিনের গুলি চালানোর অভিযোগ খারিজ করার পরই এই কথা জানায় চিন। চিনের বিদেশমন্ত্রী জানান, ভারতীয় সেনারা চিনের সীমান্তে পেট্রোলিং সেনাদের ওপর গুলি চালানোর জন্য সতর্কতা জারি করে। "আমাদের সেনাদের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।"

ভারতের দাবি, চিনা সেনা অগ্রসর হচ্ছে দেখে সতর্ক করতে ভারতীয় সেনার তরফে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালায় লাল ফৌজও। যদিও চিনের দাবি, টহলদারির সময় দুই বাহিনী মুখোমুখি হয়। তখনই গুলি চালায় ভারতীয় সেনা। পাল্টা ব্যবস্থা নেয় লাল ফৌজ। এদিকে চিনা বিদেশমন্ত্রী জানান, ভারত চুক্তি লঙ্ঘন করছে। রীতিমতো সামরিক উস্কানি দিচ্ছে ভারত। আমরা বারবার বলেছি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ রেখা থেকে সরিয়ে নিতে।"

আরও পড়ুন, লালফৌজ উসকানি দিচ্ছে, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কোনও গোলাগুলি চলেনি, চিনের অভিযোগ খারিজ ভারতীয় সেনার

এক বিবৃতিতে ভারতীয় সেনা জানায়, “যখন দুই দেশের সেনাকর্তাদের তরফে শান্তি বজায়ের জন্য বৈঠক চলছে। তখন লালফৌজই বারবার সীমান্তের সমস্ত নিয়মকানুন লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডের দিকে গুলি চালিয়েছে। ৭ সেপ্টেম্বরের ঘটনায় লালফৌজ ইচ্ছে করে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাকে উসকানি দিচ্ছিল। সেই সময় চিনের পিপল লিবারেশন আর্মির তরফেই আকাশে কয়েক রাউন্ড গুলি চালানো হয়।” মূলত সোমবার গভীর রাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে চিনের সীমানায় ঢুকে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী! চিনের তরফে এমন অভিযোগের পরেই বিবৃতি দেয় ভারতীয় সেনা। ৪৫ বছর পর এবার লাদাখ সীমান্তে আজ গুলি চলে। অরুণাচল প্রদেশে ১৯৭৫ সালে শেষবার ভারত-চিন সীমান্তে গুলি চালায়।