অর্থনৈতিক ভাবে ধুঁকতে থাকা পাকিস্তানের জন্য ৩৪০ কোটি মার্কিন ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে চিন। সংবাদের সত্যতা স্বীকার করেছে ইসলামাবাদ। দেশের অর্থ মন্ত্রকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চিনের এই সহায়তা এবং সাম্প্রতিক বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণ মিলিয়ে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামীতে ১ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। এই রিজার্ভের পরিমাণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নির্ধারিত শর্ত পূরণে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জানা গেছে, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে গত তিন বছর ধরে রাখা ২১০ কোটি ডলারের একটি বাণিজ্যিক ঋণের মেয়াদ বাড়িয়েছে বেইজিং। পাশাপাশি, প্রায় দুই মাস আগে পরিশোধ করা ১৩০ কোটি ডলারের আরেকটি ঋণও পুনর্বিনিয়োগের আওতায় আনা হয়েছে। অর্থ মন্ত্রকের ওই কর্মকর্তা আরও জানান, শুধু চিন নয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক থেকেও পাকিস্তান পেয়েছে ১০০ কোটি ডলার। একই সঙ্গে, বহুপাক্ষিক সহায়তা সংস্থাগুলো থেকে আরও ৫০ কোটি ডলারের অর্থ সহায়তা নিশ্চিত করা গেছে।
चीन ने फिर दिया कंगाल पाकिस्तान को 3.4 बिलियन डॉलर का कर्ज
◆ रॉयटर्स के सूत्रों से मिली जानकारी #China | China | #Pakistan | Pakistan pic.twitter.com/u6eHK2msnk— News24 (@news24tvchannel) June 30, 2025
এই মুহুর্তে আইএমএফের সঙ্গে করা ৭০০ কোটি ডলারের বেইলআউট চুক্তির আওতায় নির্ধারিত অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের চাপে রয়েছে পাকিস্তান। চুক্তি অনুযায়ী, চলতি বছরের জুন শেষ হওয়ার আগে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছানোর বাধ্যবাধকতা ছিল।সেই সময়ে চিনের এই নতুন করে ঋণদান কিছুটা অক্সিজেন যোগাবে পাকিস্তানকে। পাকিস্তানের কর্মকর্তাদের মতে, আইএমএফ-সমর্থিত সংস্কার এবং চিনের এই ঋণ নবায়নের ফলে দেশের অর্থনীতি একটি স্থিতিশীল ভিত্তির দিকে এগোচ্ছে। বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে বেইজিংয়ের অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বিবেচনা করা হচ্ছে।