(Photo Credits: File Image)

কানাডার আইন প্রণেতাকে নিশানার অভিযোগে সোমবার চীনের দূতকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় কানাডা। ঠিক তার পরদিনই পাল্টা হিসেবে কানাডা দূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল চিন। ১৩ মে চীন ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কানাডার দূতকে।

চিনে উইঘুর মুসলিমদের ওপর প্রশাসনের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলায় কানাডার পার্লামেন্টের সদস্য মাইকেল চংকে নিশানায় রাখা হয়েছিল বলে অভিযোগ জানিয়েছে সেই দেশের গোয়েন্দা সংস্থা। রিপোর্ট পেশ হওয়ার পর কানাডার পক্ষ থেকে চিনেরদূতকে দেশে ফিরে যাওয়ার আদেশ দেওয়া হয়।

স্পাই এজেন্সী কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের(CSIS)পক্ষ থেকে কানাডায় চিনের প্রভাব নিয়ে একটি রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্টে কনজারভেটিভ মেম্বার মাইকেল চং ও তার পরিবারের ওপর আঘাত হানার সম্ভাব্য পরিকল্পনার বিষয়টিও উঠে আসে।

মে মাসের ১ তারিখে বিষয়টি সবার সামনে এস পড়ায় নড়েচড়ে বসে কানাডা। যার ফলস্বরুপ চিনের দূতের  বিরুদ্ধে নেওয়া হয় পদক্ষেপ।