চিন, ৪ ডিসেম্বরঃ চিনে বিগত বেশ কিছু দিন ধরে চলতে থাকা বিক্ষোভের জেরে কয়েকটি শহরে কোভিড বিধিনিষেধের (Covid Restriction) কড়াকড়ি লঘু করা হয়েছে। আমজনতার প্রতীবাদে কোভিড বিধিনিষেধ শিথিল করতে বাধ্য হন চীনা প্রশাসন। কিন্তু সম্প্রতি এক ভিন্ন চিত্র দেখা গেল চিনে। প্রশাসনের নির্দেশে এক ব্যক্তিকে জোর করে টেনে হিঁচড়ে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কোয়ারেন্টাইনে (Quarantine) পাঠানর জন্যে। সেই ব্যক্তি নাকি এক কোভিড আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। আর সেই কারণেই তাঁকে নিভৃতবাসে পাঠানর জন্যে এই ভাবে বাড়ি থেকে একপ্রকার উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে চিনা প্রশাসনের নির্দেশে। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই কড়া নিন্দার মুখোমুখি হন চিনা সরকার। যদিও পরবর্তীকালে সেদেশের সরকারের তরফ থেকে জানান হয়, ওই ব্যক্তির সঙ্গে এইরূপ আচরণের জন্যে ক্ষমা চাওয়া হয়েছে।
দেখুনঃ
A man was dragged out of his home in China after allegedly refusing to go to a quarantine facility. Authorities said they later apologized for "pulling and dragging" him. https://t.co/WiOA9AQSSA pic.twitter.com/TjM68WViLO
— CNN (@CNN) December 2, 2022
করোনা (Corona Virus) সংক্রমণ চিনে ব্যপক হারে আবার বাড়তে থাকায় সেদেশের সরকার কোভিড বিধিনিষেধে আরও কড়াকড়ি নিয়ে আসে (China Covid Restrictions)। তবে সারা দেশজুড়ে কড়া কোভিড বিধিনিষেধের জেরে শহরে শহরে সাধারণ মানুষ প্রতীবাদে নেমেছিল। বিক্ষোভ দেখাচ্ছে। প্রতীবাদের জেরে একপ্রকার বাধ্য হয়েই চিনা প্রশাসন শিথিল করেছে কোভিড বিধিনিষেধ।