Xi Jinping (Photo Credit: Twitter)

দিল্লি, ১৫ সেপ্টেম্বর: ২ সপ্তাহ ধরে খোঁজ মিলছে না চিনের প্রতিরক্ষামন্ত্রীর। গত ২ সপ্তাহ ধরে চিনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুর যখন খোঁজ মিলছে না, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। চিনের প্রতিরক্ষামন্ত্রীর উপর তদন্ত হচ্ছে। সেই কারণে তাঁকে প্রকাশ্যে বাইরে বের করা হচ্ছে। এমনই মনে করছে মার্কিন প্রশাসন। জাপানে থাকা মার্কিন রাষ্ট্রদূতের কথায়, চিন থেকে প্রথমে সে দেশের বিদেশমন্ত্রী কিং গ্যাং বেপাত্তা হন। বিদেশমন্ত্রীর পর এবার প্রতিরক্ষামন্ত্রীরও কোনও খোঁজ মিলছে না। চিনের বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী যে নিখোঁজ, তার জন্য কে দায়ি বলে প্রশ্ন তোলেন মার্কিন রাষ্ট্রদূত।

ভিয়েতনাম সফরের পর থেকে চিনের বিদেশমন্ত্রী লি সাংফুর খোঁজ মিলছে না। লি সাংফুকে তাহলে গৃহবন্দি করা হয়েছে কি না বলেও প্রশ্ন তোলা হয় মার্কিন মুলুকের তরফে। যদিও প্রতিরক্ষামন্ত্রী নিখোঁজ কেন, সে বিষয়ে চিনের তরফে কোনও মন্তব্য করা হয়নি। বিষয়টি নিয়ে শি জিনপিংয়ের সরকারের তরফে মুখে কুলুপ আঁটা হয়েছে।