Fighter Jet (Photo Credit: Twitter)

মার্কিন প্রতিনিধি ন্যানসি পেলোসির (Nancy Pelosi) সফরের পর থেকে তাইওয়ানের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে চিন। যার প্রভাব ৩ দেশের আন্তর্জাতিক সম্পর্কের উপরও পড়তে শুরু করেছে। এবার ফের তাইওয়ানের দিকে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করল চিন। শুধু তাই নয়, তাইওয়ানের (Tiwan) আকাশে চক্কর কাটছে চিনের যুদ্ধ বিমান। তাইওয়ানের  চারদিকে যদ্ধ জাহাজও মেতায়েন করেছে বেজিং। যা আন্তর্জাতিক বিশ্বের নজরে আসতেই ফের শোরগোল শুরু হয়েছে। তবে বেজিংয়ের তরফে এ বিষয়ে মুখ খোলা হয়নি। তাইওয়ানের রাজধানী তাইপেই-এর তরফে বেজিংয়ের ব্যবহারের তীব্র নিন্দা করা হয়।

চিনের (China)  এক নৌসেনা আধিকারিক বলেন, নিজেরে সমরাস্ত্রের গুণমান খতিয়ে দেখতে এবং তারা কতটা পারদর্শী, সে বিষয়ে খোঁজ নিতেই সমুদ্রে যুদ্ধ জাহাজ মহড়া শুরু করেছে। দক্ষিণ-চিন সাগর এবং লোহিত সাগরেও চিন সামরিক মহড়া শুরু করেছে বলে খবর।

আরও পড়ুন: China: দ্বীপের চারপাশে সামরিক মহড়া কেন? চিনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ তাইওয়ানের

এদিকে চিনের এই সামরিক মহড়ার তীব্র বিরোধিতা করা হয় তাইপেইয়ের তরফে। চিন কেন তাইওয়ানের মতো একটি দ্বীপের চারপাশে এভাবে সামরিক মহড়া শুরু করে, তা নিয়ে তোলা হয় প্রশ্ন।