ইউনাইটেড নেশন, ১৭ জুন: পাকিস্তানি জঙ্গি আব্দুল রেহমান মাক্কিকে (Abdul Rehman Makki) 'আন্তর্জাতিক জঙ্গি' বা 'গ্লোবাল টেররিস্ট' (Global Terrorist) হিসাবে তালিকাভুক্ত করার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে ভেটো দিল চিন (China)। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে এই প্রস্তাব এনেছিস। লস্কর-ই-তইবা (LeT) প্রধান এবং মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের (Hafiz Saeed) শ্যালক হল মাক্কি। জানা গিয়েছে যে নতুন দিল্লি এবং ওয়াশিংটন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) ১২৬৭ আইএসআইএস এবং আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটির অধীনে মাক্কিকে বৈশ্বিক সন্ত্রাসবাদী হিসাবে মনোনীত করার জন্য একটি যৌথ প্রস্তাব রেখেছিল। কিন্তু বেজিং শেষ মুহূর্তে এই প্রস্তাব আটকে দিয়েছে।
এর আগেও পাকিস্তানি সন্ত্রাসবাদীদের তালিকাভুক্ত করার জন্য ভারত এবং তার মিত্রদের প্রস্তাবগুলিতে বাধা দিয়েছে চিন।
China blocks the proposal to designate Pakistan-based terrorist Abdul Rehman Makki under the 1267 ISIL and Al-Qaeda sanctions committee of the UNSC. It was a joint proposal of India and the US.
— ANI (@ANI) June 17, 2022
২০১৯ সালের মে মাসে রাষ্ট্রসংঘে একটি বিশাল কূটনৈতিক জয়লাভ করেছিল ভারত। জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসাবে তালিকভুক্ত করার জন্য ভারতের আনা প্রস্তাব পাস করেছিল রাষ্ট্রসংঘ। তার আগে বহুবার চিন এই প্রস্তাবে ভেটো দিয়েছিল।