দিল্লি, ৪ এপ্রিল: আন্তর্জাতিক সীমান্ত চুক্তির ক্ষেত্রে ফের নিজেদের সীমা লঙ্ঘন করল চিন। এবার অরুণাচল প্রদেশের ১১টি জায়গাকে 'দক্ষিণ তিব্বত' বলে চিহ্নিত করল বেজিং (Beijing)। শুধু তাই নয়, চিনের (China) মন্ত্রিসভার তরফে অরুণাচল প্রদেশের এই ১১টি জায়গাকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে, তার নয়া নামকরণ করা হয়েছে। যার মধ্যে ২টি জনবসতি এলাকা রয়েছে। রয়েছে ৫টি পর্বতশৃঙ্গ এবং দুটি নদী। অরুণাচল প্রদেশের ১১টি এলাকাকে নিজেদের মত নামকরণ করে নেওয়া হয় চিনের মন্ত্রিসভার তরফে। এই নিয়ে তৃতীয়বার চিন নিজেদের মত করে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) একাধিক এলাকাকে তাদের ম্যাপের আওতায় নিয়ে এসেছে।
আরও পড়ুন: China: তিব্বতের রাজধানী লাসার রাস্তায় সিসি ক্য়ামেরা বসিয়ে হকারদের ওপর নজরদারি চিনের
২০১৭ সালে প্রথম চিন অরুণাচল প্রদেশের ৬টি জায়গার নামকরণ করে। এরপর ২০২১ সালে ১৫টি জায়গাকে ম্যাপের অন্তর্ভুক্ত করে। ২০২১ সালের পর এবার তেইশে ফের ১১টি জায়গাকে চিহ্নিত করে 'দক্ষিণ তিব্বত' নামকরণ করা হয় জিংপিন সরকারের তরফে।
যদিও চিন যা-ই করুক না কেন, অরুণাচল প্রদেশের এই অঞ্চলগুলি ভারতীয় অবিভক্ত অংশ। কোনওভাবেই ভারত (India) থেকে তাকে পৃথক করা যাবে না বলে চিনের দাবিকে কার্যত নস্যাৎ করে দেওয়া হয় দিল্লির তরফে।